এই 30 জনপ্রিয় চিনা অ্যাপ এখন ভারতে নিষিদ্ধ, আপনার মোবাইলে নেই তো?

এই 30 জনপ্রিয় চিনা অ্যাপ এখন ভারতে নিষিদ্ধ, আপনার মোবাইলে নেই তো?
HIGHLIGHTS

গত 14ই ফেব্রুয়ারি ভারতীয় সরকার 54 টি চাইনিজ অ্যাপ ব্যান করেছে।

এখনও পর্যন্ত Ministry of Electronics and IT (MEITY) ব্যান করেছে মোট 224টি চীনা অ্যাপকে।

TikTok ভারতীয় যুব সমাজের কাছে অতি-প্রিয় একটি অ্যাপ ছিল।

ভারতীয় সরকার গত 14ই ফেব্রুয়ারি 54 টি চাইনিজ অ্যাপ ব্যান করেছে। চীন ও অন্যান্য দেশে ভারতীয়দের সেন্সেটিভ ডেটা ট্রান্সফারের অভিযোগে 2020 সালের জুন মাস থেকে এখনও পর্যন্ত Ministry of Electronics and IT (MEITY) ব্যান করেছে মোট 224টি চীনা অ্যাপকে। এর পাশাপাশি ভারতীয় সরকার Google এবং Apple এর App Store থেকে এইসমস্ত অ্যাপগুলিকে ব্লক করতে বলেছে। এই 224 টি অ্যাপের মধ্যে বেশকিছু অ্যাপ ছিল ভারতীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। দেশের লাখ-লাখ  জনগণ চিনের কোম্পানিগুলির বানানো অ্যাপগুলি ব্যবহার করতো। এখানে 30টি ব্যান হওয়া অ্যাপের কথা বলা হল যা গত কয়েকবছরে ভারতীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল।

TikTok

বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ-ভিডিও অ্যাপ হল TikTok। এই অ্যাপে বিভিন্ন ধরনের কন্টেন্টের উপর ভিডিও বানিয়ে পোস্ট করতে হয় ক্রিয়েটরদের। ব্যান হওয়ার আগে TikTok ভারতীয় যুব সমাজের কাছে অতি-প্রিয় একটি অ্যাপ ছিল।

PUBG Mobile

বিশ্বের অত্যন্ত জনপ্রিয় গেম হল PUBG। PUBG এর মোবাইল ভার্সানটিও মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতে বিখ্যাত একটি গেম। PUBG Mobile একটি FPP মোড ব্যাটেল রয়াল গেম। হাই গ্রাফিক্স ও দুর্দান্ত অ্যাকশনের জন্য এই গেম বিখ্যাত।

Garena Free Fire

2021-এর মোস্ট-ডাউনলোডেড গেম হল Garena Free Fire। Free Fire একটি FPP ব্যাটেলফিল্ড গেমিং অ্যাপ।

PUBG Mobile Lite

এই গেমিং অ্যাপটি PUBG Mobile এর লাইট ভার্সান। এর গ্রাফিক্স PUBG Mobile এর দিয়ে লো কোয়ালিটির তবে এর ডেটা কন্স্যাম্পশন ও কম এবং গেমটির সাইজও তুলনামূলক ছোট।

Shein

Shein একটি বিখ্যাত শপিং অ্যাপ। Chinese clothing জায়েন্ট Shein মহিলাদের জামাকাপড় ও অন্যান্য প্রোডাক্ট সেলে বিখ্যাত।

Shareit

Shareit একটি বিখ্যাত ডেটা ট্রান্সফার ও ফাইল শেয়ারিং অ্যাপ।

Xender

Xender-ও একটি ফাইল ট্রান্সফার অ্যাপ।  এতে মোবাইল ডেটা উইজ না করেই ফাইল ট্রান্সফার করা যায়।

Baidu

Baidu হল চীনাদের Google। চীনে এই সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয় Google এর রাইভাল হিসাবে।

Baidu Express Edition

বিখ্যাত চীনা সার্চ অ্যাপ Baidu এর লাইট ভার্সান হল Baidu Express Edition। এতে লো ইন্টারনেট কানেকশনেও কাজ করে এবং কম ডেটা ব্যবহার করে।

Mi Video Call – Xiaomi

এটি বিখ্যাত Xiaomi কোম্পানির একটি ভিডিও কলিং অ্যাপ।

Clash Of Kings 

মোবাইল গেমিং এর অন্যতম জনপ্রিয় গেম হল Clash Of Kings। স্ট্র্যা টেজি, বিল্ড আপ, টিম আপ ও অ্যাকশনের জন্য বিখ্যাত এই গেমিং অ্যাপ।

Weibo

Weibo হল চীনের Twitter ভার্সান। Twitter এর রাইভাল হিসেনে চীনে এই অ্যাপটি ব্যবহার করা হয়।

Mi Community 

এটি Xiaomi এর অফিসিয়াল ফোরাম যেখানে ইউজারদের Mi এর প্রোডাক্ট এবং MIUI আপডেটের উপর লেটেস্ট নিউজগুলি জানানো হয়।

Bigo Live

এই অ্যাপটিও একটি লাইভ স্ট্রিমিং অ্যাপ। ব্যান হওয়ার আগে ভারতে এই অ্যাপের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছিল।

UC Browser

ভারতীয় জনতার কাছে অত্যন্ত প্রিয় একটি মোবাইল ব্রাউজার ছিল UC Browser।  ফাস্ট নেট সার্ফিং এর জন্য জনপ্রিয় এই অ্যাপটি।

UC News

UC News অ্যাপটি ইউজারদের ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মিডিয়া আউটলেট থেকে কন্টেন্ট অ্যাক্সেস করতে দেয়।

WeChat

এটি WhatsApp এর মতন মেসেজিং ও কলিং অ্যাপ। চ্যাটিং, কলিং, ভিডিও কলিং এর জন্য বিখ্যাত অ্যাপটি।

CamScanner

CamScanner অ্যাপটি আপনার মোবাইলটিকে একটি পোর্টেবল স্ক্যানার বানিয়ে দেয় যা অটোমেটিক  টেক্সট রিকগনাইজ করে।

Viva Video Editor

এটি একটি ভিডিও এডিটিং অ্যাপ। মোবাইলে হাই কোয়ালিটি ভিডিও এডিটিং এর জন্য বিখ্যাত অ্যাপটি।

Vigo Video

এটি একটি ভিডিও শেয়ারিং অ্যাপ, যেখানে ইউজাররা 15 সেকেন্ডের ক্লিপিং অনলাইন ছাড়তে পারে।

Helo

এটি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অ্যাপটিতে অসংখ্য মজাদার ফিচার রয়েছে।

Likee

Likee একটি বিখ্যাত ফ্রি অরিজিনাল শর্ট ভিডিও মেকার অ্যাপ।

Huya Live

Huya Live অ্যাপটিতে বিভিন্ন গেম লাইভ স্ট্রিমিং করা যায়।

Huya Live

NetEase Games এর Legend: Rising Empire একটি ফ্রি-টু-প্লে রিয়েল-টাইম স্ট্র্যা টেজি গেম।

Clean Master

একসময়ের অত্যন্ত জনপ্রিয় মোবাইল ক্লিনিং অ্যাপ Clean Master আসলে Cheetah Mobile এর বানানো একটি antivirus অ্যাপ।

Clean Master

Alipay Cashier একটি মোবাইল ওয়ালেট অ্যাপ। এখানে সিকিয়োর ভাবে পেমেন্ট এক্সপিরিয়েন্স এর মাধ্যমে গ্রাহকদের পার্চেস করতে সাহায্য করে।

WeDate

এটি একটি ডেটিং অ্যাপ। এই অ্যাপটি ইউজ করে পছন্দ মতন মানুষকে বেছে নিয়ে তার সাথে যোগাযোগ করে ডেটে যাওয়া যায়।

ShareSave

ShareSave একটি শপিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহক এক্সটেন্সিভ পোডাক্ট ক্যাটালগ এক্সেস করতে পারে।

CamCard

CamCard একটি বিজনেস কার্ড রিডার অ্যাপ। মোট 17টি ভাষায় বিজনেস কার্ড রিড করার ফিচার রয়েছে অ্যাপটিতে।

CamCard for Salesforce

CamCard for Salesforce অ্যাপটি সকল সেলসফোর্সের CRM ইউজারদের জন্য একটি মোবাইল সাপ্লিমেন্ট।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo