TIKTOK 2019 সালে FACEBOOk আর মেসেঞ্জারের থেকে বেশি বার ডাউনলোড হয়েছে
2019 সালে দ্বিতীয় নাম্বারে আছে TikTok
TikTok ফেসবুক আর ফেসবুক মেসেঞ্জারকে পেছনে ফেলে দিয়েছে
চিনা সোশাল মিডিয়া অ্যাপ TikTok 2019 সালে দ্বিতীয় সর্বাধিক ডাউনলোডেড অ্যাপ। ডাটা ফার্ম Sensor Tower অনুসারে অ্যাপটি বিশ্বে 700 মিলিয়ান বার ডাউনলোড করা হয়েছে। আর এই অ্যাপটি এই রেকর্ডম ফেসবুক আর মেসেঞ্জারকে পেছনে ফেলে করেছে।
2019 সালে সব থেকে বেশি বার ডাউনলোড হয়েছে হোয়াটসঅ্যাপ আর এটি 850 মিলিয়ান বার ডাউনলোড করা হয়েছে। Sensor Tower অনুসারে TikTok 45% ভারতীয় প্রথমবার ডাউনলোড করেছে।
TikTok একটি সোশাল মিডিয়া অ্যাপ যা গ্রাহকদের 15 সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও পোস্ট করায়। আর এই অ্যাপে আপনারা যে ভিডিও দেখেন তা সেই স্ম্যমের মধ্যে দেখা হয়েছে সেই অ্যাল্গোরিদামে আপনারা ফিডে কন্টেন্ট দেখায়। ByteDance ফার্মের এই অ্যাপ মোট 1.5 বিলিয়ান বার ডাউনলোড করা হয়েছে।
2016 সালের ডিসেম্বর মাসে TikTok লঞ্চ করা হয়েছিল আর 2017 সালে এটি বাজারে এসেছিল। আর 2018 সালে এই অ্যাপটি সব থেকে বেশিবার ডাউনলোড করা নন গেমিং অ্যাপের তালিকায় চতুর্থ নাম্বারে ছিল।