ভারতে গুগল প্লে স্টোর থেকে 24টি অ্যাপ সরানো হল

ভারতে গুগল প্লে স্টোর থেকে 24টি অ্যাপ সরানো হল
HIGHLIGHTS

গুগল 24টি অ্যাপ সরাল

জোকার ম্যালওয়্যারের জন্য এই কাজ করা হয়েছে

প্রায়ই অ্যান্ড্রয়েড ফোনে ম্যালওয়্যার থ্রেড আসতে থাকে আর সাম্প্রতিক তম হল Joker Virus । আর নামের মতনই কাজ এই ম্যালওয়্যারের এটি বিজ্ঞাপন নির্ভর ডাটা চুরি করে। এটি অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য একটি ক্ষতিকারক আর এর মধ্যে এটি অনেক ফোনে ডাউনলোডও হয়ে গেছে। গুগল প্লে স্টোর থেকে ম্যালওয়্যার যুক্ত 24টি অ্যাপ সরানো হয়েছে।

Joker ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড গ্রাহকদের প্রাইভেসির জন্য খুবই ক্ষতিকারক। ম্যালওয়্যার এটি লুকিয়ে গ্রাহকদের প্রিমিয়াম পরিষেবা, SMS চুরি করা, IMEI নাম্বার সংক্রান্ত ডাতা অ্যাফেক্ট করে।

  • Advocate Wallpaper
  • Age Face
  • Altar Message
  • Antivirus Security – Security Scan
  • Beach Camera
  • Board picture editing
  • Certain Wallpaper
  • Climate SMS
  • Collate Face Scanner
  • Cute Camera
  • Dazzle Wallpaper
  • Declare Message
  • Display Camera
  • Great VPN
  • Humour Camera
  • Ignite Clean
  • Leaf Face Scanner
  • Mini Camera
  • Print Plant scan
  • Rapid Face Scanner
  • Reward Clean
  • Ruddy SMS
  • Soby Camera
  • Spark Wallpaper

এই অ্যাপ গুলির মধ্যে কোন অ্যাপ যদি আপনার ফোনে থাকে তবে তা আনইন্সটল করুন। অ্যাপ আনইন্সটল করার পরে ডিভাইস ফ্যাক্ট্রি রিসেট করুন।

Joker ম্যালওয়য়ার এই সময়ে 37 টি দেহসে পাওয়া গেছে এর মধ্যে আছে ভারতের নামও। আর বাকি দেশ গুলি হল-Australia, Austria, Belgium, Brazil, China, Cyprus, Egypt, France, Germany, Ghana, Greece, Honduras, Indonesia, Ireland, Italy, Kuwait, Malaysia, Myanmar, Netherlands, Norway, Poland, Portugal, Qatar, Republic of Argentina, Serbia, Singapore, Slovenia, Spain, Sweden, Switzerland, Thailand, Turkey, Ukraine, United Arab Emirates, United Kingdom আর United States আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo