আপনি কাউকে না জানিয়ে এই ভাবে WhatsAppএ অনলাইন থাকতে পারবেন

Updated on 09-Feb-2018
HIGHLIGHTS

এরকম করতে হলে আপনাকে একটি মাত্র কাজ করতে হবে, আসলে এর জন্য আপনাকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে

আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, আর আমরা এও জানি যে আমরা হোয়াটসঅ্যাপে অন আছি কিনা তা অন্য কোন হোয়াটসঅ্যাপ ইউজার্স আমাদের প্রোফাইল ওপেন করে দেখলেই জানতে পেরে যায়। আপনি ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবলে এই ব্লুটুথ স্পিকার গুলি দেখতে পারেন

এমনিতে এটা বিশাল কোন ব্যাপার নয় তবে অনেক সময় আমরা চাইনা যে অন্য কেউ জানুক যে আমরা হোয়াটসঅ্যাপে অন আছি কিনা। তবে এর জন্য চিন্তার কোন কারন নেই এখন এই সমস্যার সমাধান খুঁজে পাওয়া গেছে।

আসলে আপনি এরকম করতে পারবেন। এর এর জন্য আপনাকে শুধু আপনার স্মার্টফোনে 'UnSeen Ninja' অ্যাপটি ইন্সটল করতে হবে। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়। আর এবার আপনি এই অ্যাপ টি ইন্সটল করার পরে প্রথম বার ওপেন করলে নিজে থেকেই আপনার কন্ট্যাক্টস ইত্যাদির অ্যাক্সেস করার অনুমতি চাইবে অ্যাপটি। আর আপনি এই অনুমতি দিলে এটি কাজ করা শুরু করবে।

তবে একটি কথা খেয়াল রাখবেন যে, আপনাকে সবসময় এই অ্যাপটির মাধ্যমেই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতে হবে।আ র তখনই আপনি অন্য কাউকে না জানিয়েও অনলাইন থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন।

Connect On :