WhatsApp -এর নতুন চমক! ফের একটি নতুন ফিচার নিয়ে এল WhatsApp। Meta অধীনস্থ এই সংস্থার তরফে একটি জরুরি ফিচার আনা হল। এই ফিচারের সাহায্যে একটি জটিল কাজ অনেক সহজে হয়ে যাবে। এই ফিচারের নাম Search By Date। এতদিন কোনও পুরনো মেসেজ খুঁজতে গেলে আপনাকে অনেক স্ক্রল করতে হতো। হন্যে হয়ে সেই পুরোনো মেসেজ খুঁজতে হতো। কিন্তু এখন সেই ঝামেলা থেকে মুক্তি মিলবে এই নতুন ফিচারের সাহায্যে।
এখানে একটি টুইস্ট আছে। এই ফিচার আপাতত iPhone ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই এই ফিচারের সুবিধা পাবেন না। শুধুমাত্র iPhone এই এই ফিচার উপলব্ধ হয়েছে। 23.1.75 আপডেটে এই নতুন ফিচার অর্থাৎ সার্চ বাই ডেট উপলব্ধ হয়েছে। এই নতুন ফিচারের সাহায্যে আইফোন ব্যবহারকারীদের জীবন অনেক বেশি সহজ হতে চলেছে।
আপনি আইফোন ব্যবহার করেন? দেখুন কীভাবে এই ফিচারের সুবিধা পাবেন, কীভাবে সেটিকে ব্যবহার করবেন।
সবার আগে আপনার WhatsApp -এ যান।
এবার নির্দিষ্ট কোনও চ্যাটে যান। ধরুন আপনি কারও পাঠানো কোনও মেসেজ খুঁজে বের করতে চান, তাহলে তাঁর চ্যাটে যান।
এবার সেই চ্যাটের কনট্যাক্ট ইনফোতে যান। সেখানে সার্চ অপশনে ক্লিক করুন।
এবার দেখুন ওখানে একটা ক্যালেন্ডার দেখতে পাবেন। আপনি কবেরকার মেসেজ খুঁজতে চান সেটা দিন এখানে। অর্থাৎ দিন, মাস, সাল সব দিন।
এবার জাম্প টু ডেট অপশনে ট্যাপ করুন। এটা করলেই আপনি সেদিনের মেসেজে চলে যেতে পারবেন।
তবে এই ফিচার পেতে চাইলে আপনাকে WhatsApp আপডেট করতে হবে। এই নতুন আপডেট অর্থাৎ 23.1.75 এ এই ফিচারের সঙ্গে আরও বেশ কিছু সুবিধা মিলবে। তার মধ্যে আছে, –
রিমাইন্ডার পাবেন। অর্থাৎ রিমাইন্ডার দিয়ে মেসেজ পাঠাতে পারবেন। নিউ চ্যাটে গিয়ে মেসেজ ইয়োরসেলফ অপশনে ক্লিক করুন।
এছাড়া আপনি অন আছেন কিনা সেটা কাদের জানাতে চান সেটা নির্দিষ্ট করে দিতে পারবেন।
আপনি যদি সাফারি, ফটো, ইত্যাদি থেকে ছবি বা ভিডিও বা ডকুমেন্ট শেয়ার করতে চান তাহলে এখন আপনি এখানে ড্র্যাগ এবং ড্রপ অপশন পাবেন।
এছাড়া ডিলিট ফর মি করে দেওয়ার পর আপনি কিছুক্ষণের জন্য আনডু অপশন পাবেন।