Tips to use UPI Lite: পিন ছাড়াই Paytm, Gpay-তে টাকা পাঠাতে চান? ঝটপট শিখে নিন UPI লাইটের ব্যবহার, রইল ধাপ বাই ধাপ গাইড

Tips to use UPI Lite: পিন ছাড়াই Paytm, Gpay-তে টাকা পাঠাতে চান? ঝটপট শিখে নিন UPI লাইটের ব্যবহার, রইল ধাপ বাই ধাপ গাইড
HIGHLIGHTS

UPI লাইটের সাহায্যে পিন ছাড়াই টাকা পাঠানো যায়

এখানে 200 টাকা পর্যন্ত টাকা পাঠানো সম্ভব

Gpay, Paytm এবং PhonePe-তে এই সুবিধা পাবেন

Reserve Bank of India -এর তরফে একটি নতুন পেমেন্ট সিস্টেম নিয়ে আসা হয়েছে গত বছর। 2022 সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে UPI লাইট। এটি আদতে আসল UPI পেমেন্ট সিস্টেমের সিম্পল ভার্সন।

এই নতুন মাধ্যমের সাহায্যে রোজকার ছোটখাটো পেমেন্ট সহজেই করা যায়। ব্যাংক প্রসেসিং, ইত্যাদির কারণে এখানে লেনদেনের ক্ষেত্রে কোনও সমস্যা দেখা যায় না। 

UPI লাইট আসলে UPI -এর সিম্প্লিফায়েড ভার্সন যার সাহায্যে ছোটখাটো লেনদেন করতে পারবেন। সাধারণ UPI -এর ক্ষেত্রে যেমন দৈনিক 1 লাখ টাকার সীমা আছে তেমন UPI লাইটের ক্ষেত্রে প্রতি লেনদেনে সংখ্যাটা হল 200 টাকা। 

UPI লাইট ব্যবহার করার জন্য গ্রাহকদের আগে তাঁদের UPI লাইট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। তাঁদের এই UPI লাইট অ্যাকাউন্টে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা আছে সেখান থেকে এখানে 4,000 টাকা পর্যন্ত একদিনে যোগ করা যাবে। তবে একবারে 2,000 টাকাই মাত্র যোগ করা যাবে এখানে। 

যাঁরা হামেশাই ছোটখাটো লেনদেন করে থাকেন, এবং ঘনঘন পেমেন্ট করতে হয় তাঁদের জন্য এই UPI লাইট একেবারে আদর্শ। একই সঙ্গে এটা ব্যবহার করাও ভীষণ সহজ। এখানে গ্রাহকরা যখন খুশি তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন বা লাইট অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন তাও কোনও অতিরিক্ত ফিজ ছাড়াই। 

দেখুন এই UPI লাইট Paytm, Gpay, বা Phonepe তে কী করে সেট করবেন। 

Gpay -তে কী করে UPI লাইট ব্যবহার করবেন দেখুন

Google Pay অ্যাপে যান। 

আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। 

আরও পড়ুন: Smartphone Use Tips: বাথরুমে গেলেও সঙ্গী হয় ফোন? এখুনি ত্যাগ করুন অভ্যাস, জানুন কেন

এবার পে পিন ফ্রি UPI Lite অপশনে ক্লিক করুন। 

যা যা নির্দেশ দেবে স্ক্রিনে সেটা মেনে চলুন। এবং UPI লাইট অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ করুন। 2000 টাকা পর্যন্ত যোগ করতে পারবেন। 

এই টাকা যোগ করার জন্য এমন ব্যাংক বাছুন যা UPI লাইট সাপোর্ট করে। 

এবার টাকা যোগ করুন অ্যাকাউন্টে। 

একবার টাকা যোগ করা হয়ে গেলেই আপনি 200 টাকা পর্যন্ত একবারে টাকা পাঠাতে পারবেন তাও UPI পিন ছাড়াই। 

PhonePe -তে কী করে এটি ব্যবহার করবেন?

PhonePe অ্যাপটিতে যান। 

How to use UPI Lite

UPI লাইটে ক্লিক করুন যা আপনার এই অ্যাপের হোম স্ক্রিনে দেখাচ্ছে। এবার প্রোফাইল পিকচারে ক্লিক করুন। এবার আবার UPI লাইট অপশনকে বাছুন পেমেন্ট মেথড বিভাগে। 

UPI লাইটে আবার ক্লিক করুন। 

যা যা নির্দেশ দেবে মানুন। 

টাকা যোগ করুন অ্যাকাউন্টে। একবারে 2,000 টাকা অ্যাড করতে পারবেন। 

টাকা অ্যাড করা হয়ে গেলেই পিন না দিয়েই পেমেন্ট করুন। 

Paytm -এ কী করে UPI লাইট ব্যবহার করবেন? 

Paytm অ্যাপটিতে ক্লিক করুন। 

আরও পড়ুন: Google Pixel 8 Pro Images Leaked: গুগলের আগামী ফোনের লাইভ ছবি ফাঁস অনলাইনে! ট্রিপল ক্যামেরা সহ আর কী কী থাকছে?

হোম পেজে UPI লাইট অপশনে ক্লিক করুন। 

এবার ব্যাংক বেছে নিন যা UPI লাইট সাপোর্ট করে। 

UPI লাইট অ্যাকাউন্টে টাকা যোগ করুন। 

টাকা যোগ করে স্রেফ স্ক্যান করে পিন ছাড়া পেমেন্ট করুন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo