একই ফোনে দুটো WhatsApp অ্যাকাউন্ট চালাতে চান? ঝটপট দেখুন সহজ উপায়
একই ফোনে দুটো WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যায়
একাধিক অ্যান্ড্রয়েড ফোন যেমন Realme, Samsung, ইত্যাদিতে পাবেন ক্লোন বা ডুয়াল অ্যাপ ফিচার
একই সঙ্গে WhatsApp বিজনেস অ্যাপ আর এমনই চ্যাটিং অ্যাপ একই ফোনে ব্যবহার করুন এবার
মেসেজ পাঠানো হোক, বা চটজলদি যোগাযোগ, প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে কথা হোক বা অফিসের কাজের জিনিসের লেনদেন সব কিছুর জন্যই এখন পৃথিবীতে সব থেকে বেশি যে অ্যাপটি ব্যবহার করা হয় সেটা হল WhatsApp। তবে অনেকেই নানা কারণে তাঁদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ আলাদা রাখতে পছন্দ করেন। কিন্তু একই ফোনে সাধারণ অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট অনেকেই ম্যানেজ করতে পারেন না।
আপনিও যদি সেটা না পারেন তাহলে আর চিন্তা নয়। এই প্রতিবেদন থেকে জেনে নিন কীভাবে একই ফোনে দুটো WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করবেন।
উপায় নম্বর 1
একাধিক অ্যান্ড্রয়েড ফোন যেমন Realme, Samsung, ইত্যাদিতে ক্লোন বা ডুয়াল অ্যাপ ফিচার আছে। বিভিন্ন নামে এই ফিচার উপলব্ধ আছে।
Sumsung -এর ফোনে এই ফিচার ডুয়াল মেসেঞ্জার নামে পাবেন ফোন সেটিংসে যার সাহায্যে আপনি অটোমেটিক পদ্ধতিতে ডুপ্লিকেট অ্যাপ তৈরি করতে পারবেন। Realme, OnePlus, Oppo এর ফোনে App Cloner ফিচার পাবেন Vivo ফোনে আছে App Clone এবং Xiaomi ফোনে আছে ডুয়াল অ্যাপ।
এই ক্লোন বা ডুয়াল অ্যাপের সব থেকে সুবিধার বিষয় হল আপনি যে কোনো অ্যাপের ডুপ্লিকেট বানাতে পারেন আপনার ফোনে। এটা কেবল WhatsApp নয়, যে কোনও অ্যাপ। অর্থাৎ Facebook এরও ডুপ্লিকেট বানানো যাবে।
যদি আপনি আপনার ফোনে কোনও ক্লোন অ্যাপ না পান তাহলে নিচে বলা যে কোনো অ্যাপ ইনস্টল করে নিলেই হবে। কী করে সেটা সেট করবেন দেখুন।
1. Parallel App-Dual App Cloner ইনস্টল করুন Google Play থেকে।
2. এবার আপনাকে কিছু পারমিশন দিতে হবে যেমন নোটিফিকেশন, ফোন স্টোরেজ, ইত্যাদি।
3. এবার + সাইনে ক্লিক করুন যে কোনও অ্যাপ অ্যাড করতে। এবার এখানে নিজে থেকেই WhatsApp, Facebook সাজেস্ট করবে। আপনি তখন WhatsApp -এ ক্লিক করে দিন।
4. এবার আপনার ফোনে WhatsApp -এর ডুপ্লিকেট অ্যাপ তৈরি হয়ে যাবে। এবং আপনার অ্যাকাউন্ট সেট করতে বলবে।
5. এখানে আপনাকে ভাষা সিলেক্ট করে বিভিন্ন টার্ম এবং কন্ডিশন মানতে হবে।
6. এবার আপনার ফোন নম্বর দিন। ফোনে ভেরিফিকেশন কোড এলে সেটা দিন।
7. এবার অ্যালবামে ব্যাক আপ রিস্টোর করতে বলবে যদি আপনি একটা পুরনো অ্যাকাউন্টে লগইন করেন।
8. এবার আপনার নাম এবং অন্যান্য তথ্য দিন। ব্যাস তাহলে রেডি এক ফোনে দুটো WhatsApp অ্যাকাউন্ট।
তবে মনে রাখবেন এই ডুপ্লিকেট WhatsApp আপনাকে তখনই দেখাবে যখন আপনি এই Parallel App টা খুলবেন। আপনি চাইলে নিরাপত্তার জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারেন।
আপনার ডেটা কি নিরাপদ থাকবে?
এই থার্ড পার্টি অ্যাপের প্রাইভেসি পলিসিতে বলা হয়েছে, তারা তাদের ব্যবহারকারীদের থেকে তথ্য নেন তাঁদের পার্সোনালাইজড এবং উপকারী অভিজ্ঞতা দেওয়ার জন্য। তাঁদের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা হয়।
ফলে ব্যবহারকারীরা এটা ব্যবহার করবেন কিনা সেটা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে সাধারণত এই অ্যাপের বিষয় এখনও তেমন কোনও অভিযোগ পাওয়া যায়নি।
উপায় নম্বর ২:
এছাড়া ব্যবহাকারীরা WhatsApp বিজনেস অ্যাপ ব্যবহার করতে পারেন আলাদা নম্বর দিয়ে। এতে আপনাকে অ্যাপ ক্লোন করতে হবে না। এমনই একটা ফোনে তাহলে দুটো WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করত পারবেন। এটা অ্যান্ড্রয়েড, IOS দুই ধরনের ফোন ব্যবহারকারীরা করতে পারবেন।
তবে মনে রাখবেন WhatsApp কিন্তু আপনাকে একই সঙ্গে একটা নম্বর দিয়েই রেগুলার আর বিজনেস অ্যাকাউন্ট চালাতে দেবে না। যে কোনও একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু লগআউট করে দেবে। তাই এক্ষেত্রে আপনাকে দুটো নম্বর ব্যবহার করতে হবে।
তবে অবশ্যই মনে রাখবেন সাধারণ WhatsApp -এর মতো এই অ্যাপ কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড নয়। ফলে আপনি এটার সাহায্যে যদি বন্ধু, প্রিয়জনদের সঙ্গে চ্যাট করেন বা কোনও তথ্য শেয়ার করেন তাহলে সেটা নিরাপদ থাকবে এমন গ্যারেন্টি নেই। তথ্য ফাঁস হতেই পারে যেমন আগেও হয়েছে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile