আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে হোয়াটসঅ্যাপের তথ্য ট্রান্সফার করতে চান? দেখুন উপায়

Updated on 26-Oct-2022
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ডেটা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল ড্রাইভে সেভ থাকে

আইফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ডেটা আইক্লাউডে সেভ থাকে

Meta এখন সুবিধা করেছে গ্রাহকদের যাতে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে তথ্য ট্রান্সফার করা যায়

নতুন ফোন কেনা সবসময়ই একটি আকর্ষণীয় ব্যপর্ম নতুন ডিভাইসের একটা আলাদাই চমক থাকে। আগ্রহ থাকে। আর এখন নতুন ফোন কেনা বা নতুন ফোনে তথ্য ট্রান্সফার করা তেমন কঠিন কোনও ব্যাপার নয়। তবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার দুটি ফোনকে এক অপারেটিং সিস্টেমে চলতে হতে হবে। একটা অ্যান্ড্রয়েড একটা ios হলেই গোল বাঁধে। তবে পদ্ধতি যতই জটিল হোক অসম্ভব নয়।

আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে শিফট করে থাকেন তাহলে আপনার প্রোফাইল ফটো থেকে শুরু করে মেসেজ ইত্যাদি সব ফিরে পেতে পারেন শুধু কল হিস্টরি আর ফেরত মিলবে না। দেখুন কোন উপায়ে তথ্য ট্রান্সফার করবেন।

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কীভাবে তথ্য ট্রান্সফার করবেন দেখুন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Move to IOS অপশন ব্যবহার করে তথ্য ট্রান্সফার করতে পারেন। এই উপায়ে তাঁরা তাঁদের পুরনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নতুন আইফোনে তথ্য ট্রান্সফার করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ পেমেন্ট এবং কল হিস্টরি আর মিলবে না। সেটা ডিলিট হয়ে যাবে। আর মনে রাখবেন যতক্ষণ আপনার নতুন আইফোনকে সেট করছেন না ততক্ষণই হোয়াটসঅ্যাপের তথ্য ট্রান্সফার করতে পারবেন। যদি আগে থেকেই ডেটা থেকে থাকে তাহলে সেটাকে আগে রিসেট করুন।

অ্যান্ড্রয়েড ফোনে সবার আগে Move to IOS অ্যাপ ইন্সটল করুন।

এবার এই অ্যাপ খুলুন এবং যা যা নির্দেশ দেওয়া আছে সেটা মেনে চলুন। 

আইফোন একটা কোড দেখাবে আপনাকে সেটাকে তৎক্ষণাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনে দিন। 

ট্রান্সফার ডেটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপকে সিলেক্ট করুন। এবং স্টার্ট অপশন ক্লিক করুন। WhatsApp এবার তথ্য ট্রান্সফার করার জন্য প্রস্তুত হয়ে সাইন আউট করে যাবে। 

এবার আবার আপনার Move to IOS অ্যাপে যান। এবং কন্টিনিউ অপশন ক্লিক করুন। 

একবার সম্পূর্ণ তথ্য ট্রান্সফার হয়ে গেল আপনার নতুন আইফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন। 

এবার পুরনো ফোন নম্বর দিয়ে সেখানে লগইন করুন এবং স্টার্ট অপশন ক্লিক করুন। 

একবার গোটা প্রসেস শেষ হয়ে গেলে আপনি আপনার ফোনে পুরনো মেসেজ সব দেখতে পাবেন। 

আর যদি আপনি iOS থেকে অ্যান্ড্রয়েড ফোনে তথ্য ট্রান্সফার করতে চান তাহলে কী করতে হবে দেখুন।

অনেকে যেমন অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করেন, তেমন অনেকেই উল্টোটা করেন। তাহলে মেটার তরফে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে তথ্য ট্রান্সফার করার অপশন দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনার ফোনটিকে অ্যান্ড্রয়েড 12 বা তার বেশির সাহায্যে চলতে হবে।

একই সঙ্গে আপনার ফোনে থাকতে হবে রিসেট অপশন। 

এবার সবার আগে আপনার আইফোনকে অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে যুক্ত করুন একটি টাইপ সি USB পোর্টের সাহায্যে। 

এবার যা যা নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন। 

এবার কন্টিনিউ অপশনে ক্লিক করে QR কোড স্ক্যান করুন। অ্যান্ড্রয়েড ফোনে QR কোড দেখাবে যা আইফোন দিয়ে স্ক্যান করতে হবে। 

এবার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ সেটআপ করে নিন। তাহলেই দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাট।

Connect On :