হোয়াটসঅ্যাপ ওয়েব লগ ইন, QR কোড স্ক্যান করবেন কীভাবে, জেনে নিন

Updated on 12-Nov-2021
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে এসেছে অনেক নতুন আপডেট

Whatsapp ওয়েবে এসেছে নতুন ফটো এডিটিং ফিচার

ফোন ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব, আসছে নতুন ফিচার

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের (Whatsapp) ওয়েব ভার্সনে নিয়ে আসা হচ্ছে একেরপর এক নতুন ফিচার। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ ওয়েবে এসেছে নতুন ফটো এডিটিং ফিচার। যার মানে হলো এখন থেকে মোবাইল অ্যাপের মতন ওয়েব ভার্সনেও ইউজারেরা নিজেদের ফটো কোনও কনট্যাক্টসকে সেন্ড করার আগে এডিট করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মোবাইল অ্যাপের বেশ কিছু ফিচারকে এইবার থেকে ওয়েব ভার্সনেও অ্যাক্সেস করা যাবে। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য মাল্টি ডিভাইস ক্যাপাবিলিটি ফিচারের রোলআউট করা শুরু করবে কিছুদিনের মধ্যে।

হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন ব্যাবহার করার জন্য নিজের স্মার্টফোনকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে QR কোড স্ক্যান করার জন্য। সেইসঙ্গে দরকার লাগবে ইন্টারনেট কানেকশনের।

জানা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে যে সমস্ত পরের আপডেট আসবে সেগুলিতে মোবাইলকে দূরে রেখেও ডেস্কটপে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যাবে। এই ফিচারের দেখা মিলেছে বিটা ভার্সনের টেস্টিংয়ের সময়ে। 

হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে কীভাবে লগ ইন করবেন-

হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন ব্যবহার করতে হলে প্রথমে মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংস অপশনে গিয়ে “Linked Devices” অপশন বেছে নিতে হবে। এরপর কম্পিউটার স্ক্রিনে যে QR কোড দেখা যাবে তা ফোন দিয়ে স্ক্যান করলেই লিঙ্ক হয়ে যাবে । যে কোনো অ্যান্ড্রয়েড এবং আইফোনের সাথে হোয়াটসঅ্যাপ ওয়েবে কানেক্ট করতে হলে, একই প্রসেস ফলো করতে হবে।

কীভাবে ফোন ছাড়া হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা যাবে-

ফোন ছাড়া হোয়াটসঅ্যাপ ওয়েব এখন ব্যবহার করা যেতে পারে কেবল বিটা ভার্সনে। এখানেও সেটিংস মেনুর লিঙ্ক ডিভাইস অপশন থেকে সমস্ত ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। এই অপশনকে এনাবেল করলে সমস্ত ডিভাইস আনলিঙ্ক হয়ে যাবে। ফের নতুন করে লিঙ্ক করলে আগের মতন কাজ করবে। তবে এই নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে লগ ইন করতে গেলে স্মার্টফোন হাতের কাছে লাগবে না। কেবল লগ ইনের সময় দেখতে হবে ফোনের হোয়াটসঅ্যাপ যেন চালু থাকে। মোবাইলে ইন্টারনেট না থাকলেও ইউজারেরা কেবল ওয়েব ভার্সনে নতুন মেসেজ রিসিভ করতে পারবেন। তবে টানা 14 দিন ফোনে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ না থাকলে ওয়েব ভার্সন থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে।

Connect On :