ফোন নাম্বার সেভ না করে কি করে নিজের হোয়াটসঅ্যাপে কি করে মেসেজ করা যায় জানেন?

Updated on 07-Feb-2024
HIGHLIGHTS

নাম্বার হোয়াটসঅ্যাপে সেভ না করেও কি করে মেসেজ পাঠাতে পারবেন

ওয়েব ব্রাউজারের মাধ্যমে করতে হবে

যদি আপনারা ফোনে কারো নাম্বার সেভ না থাকে আর তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান তবে এভাবে তা করতে পারবনে। তবে এই বিষয়ে আপনারা ভবাতেই পারেন যে কি করে তা সম্ভব? অনেকেরই মনে হবে যে তা সম্ভব নয়। আসুন তবে দেখা যাক কি করে এই অস্মভব সম্ভব করা যায়।

কি করে হোয়াটসঅ্যাপে কারো নাম্বার সেভ না করেও তাকে মেসেজ করা যায়?

  • নিজের ফোনের ব্রাউজারে https://api.WhatsApp.com/send?phone=number য়ে পোস্ট করুন।
  • এর এবার যার নাম্বারে মেসেজ করতে চান এখানে তার নাম্বার দিতে পারবেন। তবে এখানে আপনাকে কান্ট্রি কোড খেয়াল রাখতে হবে।
  • যদি আপনি ইন্টারন্যাশানাল ফর্ম্যাটে নম্বর অ্যাড করতে চান তবে আপনাকে কান্ট্রি কোডের বিষয়ে খেয়াল রাখতে হবে।
  • আর আপনারা ইন্টারন্যাশানাল ফর্ম্যাট কোন নাম্বার অ্যাড করার হলে আপনি তা ব্র্যাকেট বা ড্যাশ লিখে দিতে হবে।
  • আর এছাড়া আপনাদের বলে রাখি যে যদি আপনারা কোন ব্যাক্তি কে মেসেজ করতে চান তবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা দরকার।
  • আর এর পরে মেসেজ বাটনে ক্লি করুন।
  • আর এবার নিজের হোয়াটসঅ্যাপ চ্যাটে আপনাকে দিতে হবে আর এবার সেই ব্যক্তির নাম্বার সেভ না করেও আপনি মেসেজ পাঠাতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :