কী করে একটি ফোনে ডুয়াল হোয়াটঅ্যাপ ব্যাবহার করবেন

Updated on 16-Oct-2018
HIGHLIGHTS

অনেক ফোনের ডুয়াল মোড ফিচারের মাধ্যমে একই ফোন থেকে দুটি আলাদা অ্যাকাউন্ট ব্যাবহার করা যাবে

এই সময়ের প্রায় সব স্মার্টফোনই ডুয়াল সিম কার্ড সাপোর্ট করে, আর এর মানে এই যে একটা ফোন থেকেই দুটি ফোন নাম্বার ভালভাবে ব্যাবহার করা যায়। তবে অফিসিয়ালি আপনি দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন না। তবে Xiaomi, Samsung, Vivo, Oppo, Huawei বা Honor য়ের মতন কোম্পানি গুলি ‘ডুয়াল মোড’ ফিচার সাপোর্ট করে (এই ফিচারের আলাদা আলাদা ব্র্যান্ডের আলাদা আলাদা নাম আছে), আর এর মাধ্যমে ইউজার্সরা একই ফোন থেকে দুটি আলাদা অ্যাকাউন্ট চালাতে পারবেন।

আর এর মানে এই যে আপনাদের দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর জন্য দুটি আলাদা স্মার্টফোন ব্যাবহার করতে হবেনা।

আসুন তবে প্রথমে দেখে নি যে সব ফোনে এই ফিচারটি কোথায় থাকে।

Samsung: Dual Messanger

সেটিংস> অ্যাডভান্স ফিচার> ডুয়াল ম্যানেজার

Xiaomi (MIUI):Dual Apps

সেটিংস> ডুয়াল অ্যাপস

Oppo:Clone Apps

সেটিংস> ক্লোন অ্যাপস

Vivo: Appl Clone

সেটিংস> ক্লোন অ্যাপ

Asus: Twin Apps

সেটিংস> টুইন অ্যাপস

Huawri and Honor: App Twin

সেটিংস> অ্যাপ টুইন

আপনার স্মার্টফোনে কী করে ডুয়াল হোয়াটসঅ্যাপ ফিচার ব্যাবহার করতে পারবেন

  • নিজের ফোনের ডুয়াল সেটিংস অ্যাপটি ওপেন করুন।
  • যে অ্যাপটি ডুবলিকেট করতে চান তা খুলুন (উদাহরনঃ হোয়াটস অ্যাপ)।
  • প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • এবার হোম স্ক্রিনে যান আর নিজের ফোনের অ্যাপ লঞ্চারে সেকেন্ড হোয়াটসঅ্যাপ লোগোতে ট্যাপ করুন।
  • এখানে অন্য ফোন নাম্বার দিয়ে কনফিগার করুন আর এটি শেষ হতে দিন।

তবে এর সঙ্গে এমন কিছু ফোন আছে যা ডুয়াল অ্যাপ ফিচার সাপোর্ট করেনা, সেগুলি সধারনত স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস। আর এই জন্য অবশ্য প্যারালাল, ডুয়াল অ্যাপ ইউজার্ড, ডাবাল অ্যাপের মতন গুগল প্লে স্টোরে অনেক আলাদা অ্যাপ আছে। আর এখান থেক এর মধ্যে থেকে পছন্দ মতন অ্যাপ গুগল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।

Connect On :