HIGHLIGHTS
গুগল ফটো ইউজার্সদের জন্য এই ফিচার আপডেট দিয়েছে যার মাধ্যেম ইউজার্সরা তাদের ছবি মেন অ্যালবাম থেকে আলাদা ভাবে হাইড করতে পারে
অনেক সময়ই এরকম হয়ে থাকে যে আমরা আমাদের ব্যক্তিগত ছবি মেন অ্যালবামে বা গ্যালারিতে রাখতে চাইনা। আর প্রাইভেসি বানানোর জন্য আমাদের জন্য গুগল ফটোজ একটি আকর্ষণীয় ফিচার ব্যবহার করেছে। অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য এই আপডেট দেওয়া শুরু হয়ে গেছে। আর আপনি যদি এখনও অব্দি এই আপডেটটি না পেয়ে থাকেন তবে আপনি গুগল ফটোজ অ্যাপের আপডেট করতে পারেন বা অল্প কিছু সময় অপেক্ষা করতে পারেন। আজকে ফ্লিপকার্ট আর অ্যামাজন স্মার্টফোন সহ বেশ কিছু জিনিসের ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে, কোন স্মার্টফোনের ওপর 60%য়ের ডিস্কাউন্টও পাওয়া যাচ্ছে
সার্চ করলে আর্কাইভ করা ছবি আপনি দেখতে পাবেন তবে হাইড করে রাখা ছবি দেখার জন্য আপনি আকর্ষণীয় বিকল্প হিসাবে পরিচিত হবে।
- নিজের ব্যক্তিগত ছবিকে গুগল ফটোযে হাইড করার জন্য আপনাদের এই স্টেপ গুলি ফলো করতে পারেন।
- নিজের ফোনের গুগল ফটোজ ওপেন করুন আর যে ছবিটি হাইড করতে চান তার ওপর ট্যাপ করুন।
- ফটোর ওপরে থাকা থ্রি ডটসে ট্যাপ করুন।
via
- ফটো হাইড করার জন্য আর্কাইভ বটনে ট্যাপ করুন।
- আপনি যদি হাইড করা ফটো দেখাতে চান তবে স্ক্রিনের টপে থাকা মেনু আইকনে ট্যাপ করুন।
এখানের আর্কাইভ বটনে ট্যাপ করে আপনি হাইড ফটো গুলি দেখতে পারবেন।
Latest Article
- 10000 টাকার কম দামে 5G Smartphones, দুর্দান্ত ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি রয়েছে এতে
- মাত্র 6499 টাকায় লঞ্চ হল 5000mAh ব্যাটারির স্মার্টফোন, প্রথম সেল 26 নভেম্বর
- অর্ধেক দাম OnePlus 12 5G কেনার সুযোগ, OnePlus 13 লঞ্চের আগে কমল দাম, জানুন কোথায় পাবেন এই অফার
- Airtel এর প্রিপেইড প্ল্যানে 3 মাস পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, আনলিমিটেড কলিং এবং ডেটা
- 32MP সেলফি ক্যামেরা সহ Vivo লঞ্চ করল মিড-রেঞ্জ ফোন, ফাস্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে
- প্রথমবার 3000 টাকা ছাড়ে বিক্রি হবে Realme P1 Speed 5G, জানুন কোথায় পাবেন এই অফার
- Jio-Airtel কে কাঁদিয়ে দিল BSNL এর এই সস্তা প্ল্যান, সবচেয়ে কম দামে দিচ্ছে 2 মাসের ভ্যালিডিটি এবং 60 জিবি ডেটা
- Redmi A4 5G VS Redmi 13 5G: 15000 টাকার কম দামে রেডমির কোন ফোন সেরা? জানুন দাম এবং স্পেসিফিকেশন
- Oppo Find X8 Series ভারতে লঞ্চ, 50MP ট্রিপল Hasselblad ক্যামেরা এবং মিডিয়াটেক প্রসেসর রয়েছে ফোনে
- Jio এর BSNL কে মোক্ষম জবাব, একবারে 336 দিনের ভ্যালিডিটি, লাগবে না আর কোনো রিচার্জ