Google Photos’র মাধ্যমে আপনি এভাবে নিজের ব্যক্তিগত ছবি লুকিয়ে রাখতে পারবেন

Updated on 19-Mar-2018
HIGHLIGHTS

গুগল ফটো ইউজার্সদের জন্য এই ফিচার আপডেট দিয়েছে যার মাধ্যেম ইউজার্সরা তাদের ছবি মেন অ্যালবাম থেকে আলাদা ভাবে হাইড করতে পারে

অনেক সময়ই এরকম হয়ে থাকে যে আমরা আমাদের ব্যক্তিগত ছবি মেন অ্যালবামে বা গ্যালারিতে রাখতে চাইনা। আর প্রাইভেসি বানানোর জন্য আমাদের জন্য গুগল ফটোজ একটি আকর্ষণীয় ফিচার ব্যবহার করেছে। অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য এই আপডেট দেওয়া শুরু হয়ে গেছে। আর আপনি যদি এখনও অব্দি এই আপডেটটি না পেয়ে থাকেন তবে আপনি গুগল ফটোজ অ্যাপের আপডেট করতে পারেন বা অল্প কিছু সময় অপেক্ষা করতে পারেন। আজকে ফ্লিপকার্ট আর অ্যামাজন স্মার্টফোন সহ বেশ কিছু জিনিসের ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে, কোন স্মার্টফোনের ওপর 60%য়ের ডিস্কাউন্টও পাওয়া যাচ্ছে
 
সার্চ করলে আর্কাইভ করা ছবি আপনি দেখতে পাবেন তবে হাইড করে রাখা ছবি দেখার জন্য আপনি আকর্ষণীয় বিকল্প হিসাবে পরিচিত হবে।

  • নিজের ব্যক্তিগত ছবিকে গুগল ফটোযে হাইড করার জন্য আপনাদের এই স্টেপ গুলি ফলো করতে পারেন।
  • নিজের ফোনের গুগল ফটোজ ওপেন করুন আর যে ছবিটি হাইড করতে চান তার ওপর ট্যাপ করুন।

  • ফটোর ওপরে থাকা থ্রি ডটসে ট্যাপ করুন।

via

  • ফটো হাইড করার জন্য আর্কাইভ বটনে ট্যাপ করুন।

  • আপনি যদি হাইড করা ফটো দেখাতে চান তবে স্ক্রিনের টপে থাকা মেনু আইকনে ট্যাপ করুন।

 এখানের আর্কাইভ বটনে ট্যাপ করে আপনি হাইড ফটো গুলি দেখতে পারবেন। 

Connect On :