Unufied Payments Interface বা UPI এখন ধীরে ধীরে অর্থ লেনদেনের ক্ষেত্রে মূল উপায় হয়ে উঠছে অধিকাংশ মানুষের জীবনে, সে চা খাওয়ার 5 টাকা হোক বা অন্য কোনও কিছুর জন্য বড় অর্থ লেনদেন করা হোক সবই সম্ভব এখন UPI এর মাধ্যমে। এখন তো লোকজন সাজার জিনিস কেনা থেকে রোজকার বাজার করা, গ্যাস কেনা কিংবা ফ্লাইটের টিকিট কাটা সব কিছুর জন্যই ক্যাশ বা কার্ডের বদলে আজকাল UPI ব্যবহার করা হয়ে থাকে।
বর্তমানে একাধিক অ্যাপ রয়েছে যার সাহায্যে আর্থিক লেনদেন করা সম্ভব। কিন্তু সেই অ্যাপগুলো যদি কোনও কারণে অচল, বা ডাউন হয়ে যায় তখন? কিংবা আপনার অ্যাপ আপডেট চায় টাকা পাঠানোর আগে তাহলে কী করবেন? অপেক্ষা? ব্যস্ত সময়ে কেউ অপেক্ষা করে? তাই বেছে নিন বিকল্পকে। এই বিকল্প পদ্ধতির জন্য আপনাকে আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না। কারণ সেই অ্যাপ এমনই আপনার ফোনে আছে। কার কথা বলছি? WhatsApp এর কথা। এখন WhatsApp এর মাধ্যমেই UPI পেমেন্ট করা সম্ভব। আর WhatsApp -এর এই বিচারকে বলে WhatsApp Payments।
কিছু মাস আগেই WhatsApp তাদের UPI Payment ফিচার লঞ্চ করেছে যা তাদের ব্যবহারকারীদের সহজেই আর্থিক লেনদেন করতে সাহায্য করে থাকে। একটা মেসেজ পাঠানোর মতোই সহজ এই অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন করাটা। এখানে কোনও মোবাইল নম্বর বা QR কোড স্ক্যান করে যে কোনও UPI ID-তে টাকা পাঠানো যাবে।
যাঁকে টাকা পাঠাতে চান তবে চ্যাট খুলুন। এবং সেখান থেকে Payment অপশনটা খুলুন।
এরপর কীভাবে টাকা পাঠাবেন বেছে নিন, অর্থাৎ QR কোড স্ক্যান করে নাকি নম্বর দিয়ে টাকা পাঠাবেন ঠিক করুন।
এবার কত টাকা পাঠাতে চান সেটা ঠিক করুন।
এবার আপনি আপনার UPI পিন দিয়ে দিন। তারপর সেন্ড অপশন ক্লিক করুন। ব্যাস তাহলেই টাকা চলে যাবে।
আপনার অ্যান্ড্রয়েড বা IOS ফোনে WhatsApp খুলুন।
এবার যাঁকে টাকা পাঠাতে চান তাঁর চ্যাট খুলুন। এবার সেখানে থাকা WhatsApp Payment অপশনে ক্লিক করুন।
সেখানে গিয়ে অ্যাড ইয়োর পেমেন্ট মেথড অপশনে ক্লিক করুন।
এবার সেখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিন।
এবার আপনার নম্বর ভেরিফাই করতে হবে। এক্ষেত্রে আপনার WhatsApp নম্বর আর এই পেমেন্ট করার নম্বর এক হয় তাহলে সেটা নিজে থেকেই ভেরিফাই হয়ে যাবে।
এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিন।
এবার এই রেজিস্টার্ড নম্বরের মাধ্যমে WhatsApp কে অনুমতি দিন টাকা লেনদেনের জন্য।
এবার কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এবার আপনার ব্যাংক UPI পেমেন্ট এর জন্য কানেকটেড হয়ে যাবে WhatsApp এর মাধ্যমে।