কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোবাইলেও এই অ্যাপ থাকা বাধ্যতামূলক
কেন্দ্র সরকার থেকে কোরোনা ভাইরাস এর সাথে লড়তে লঞ্চ করা হয়ে আরোগ্য সেতু অ্যাপ (Aarogya Setu)। এবং ভারত সরকার এর তরফ থেকে প্রত্য়েক দেশবাসী কে আরোগ্য় সেতু অ্য়াপটি স্মার্টফোনে ডাউনলোড কোরতে ও অনুরোধ করা হয়।
Coronavirus এর সাথে লড়তে কয়েক লক্ষ মানুষ এই অ্য়াপ ডাউনলোড করলেও এখনো বেশ কিছু লোক আছে যারা এই অ্য়াপটি ফোনে ইন্সটল করেননি। সম্প্রতি নতুন নির্দেশিকা অনুযায়ী যাদের ফোনে আরোগ্য সেতু অ্য়াপ ইন্সটল করা থাকবে না তাদের অজান্তেই স্মার্টফোনে এই অ্যাপ ইন্সটল হয়ে যাবে।
একটি খবরে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ভারত সরকার স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে এই অ্যাপ ইন্সটলের জন্য আলোচনা করেছে। আপনি চান বা না চান আপনার ফোনে অটোমেটিকলি আরোগ্য সেতু অ্যাপ চলে আসবে। এর জন্য কোন আলাদা অপশন থাকবে না।
অবশ্য এই রিপোর্ট বহু আগে সরকার স্মার্টফোন নির্মাতাদের কাছে পৌঁছে দিলেও সেই নির্দেশিকা অনুসরণ করা সম্ভব হয়নি। কারণ করোনাভাইরাস এর জেরে স্মার্টফোন নির্মাণ স্থগিত ছিল।
এ বিষয়ে কেন্দ্র কোনও সরকারি ঘোষণা করেনি। পাশাপাশি জোম্যাটো ডেলিভারি বয়দের ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার এবং তাদের লগইন থাকার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোবাইল ফোনে আরো ঘোষিত অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দিয়েছে মোদি সরকার।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি আউটসোর্স কর্মীদের মোবাইলেও এই অ্যাপ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রসঙ্গত, কোন ব্যক্তির ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা তার ইঙ্গিত আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে পাওয়া যায়। সম্প্রতি বেশকিছু নতুন আপডেট নিয়ে এসেছে। যাতে করোনার সম্ভাবনা ঠিক কতটা সে বিষয়ে নোটিফিকেশন পাওয়া যাবে। সেফ অথবা লো রিস্ক অথবা মডারেটের মত বেশ কিছু স্ট্যাটাস দেখা যাবে এই অ্যাপে। যা দেখে আপনি বুঝতে পারবেন বিপদ আপনার থেকে কতটা দূরে।