ব্যবহারকারীদের সুবিধার জন্য অটোমেটিক ইমোজি এবং জিআইএফ সাজেশন, নতুন থিমসহ নানা ফিচার সংযুক্ত করা হয়েছে এই কিবোর্ডে।
সার্চ জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড ভার্সনের ‘জিবোর্ড’ কিবোর্ডে নতুন ফিচার উন্মুক্ত করেছে। নতুন এই ফিচারে গুগল অনুবাদ ইন্টিগ্রেশন করা হয়েছে। ফলে যেকোনো ভাষা টাইপ করলে তা রিয়েল টাইমে কাঙ্ক্ষিত ভাষা অনুবাদ করে দেখাবে।
অনুবাদ ছাড়াও ব্যবহারকারীদের সুবিধার জন্য অটোমেটিক ইমোজি এবং জিআইএফ সাজেশন, নতুন থিমসহ নানা ফিচার সংযুক্ত করা হয়েছে এই কিবোর্ডে। এছাড়াও কিবোর্ড থেকে ‘G’ বাটন ধরে রাখলে গুগল ট্রান্সটলেটরে আইকন প্রদর্শিত হবে। এই ফিচারে থিম অপশন থেকে চাইলে ব্যবহারকারীরা পছন্দমত ব্যাকগ্রাউন্ড নির্বাচন করতে পারবেন।
গুগল জানিয়েছে, এই নতুন আপডেট এখন থেকে ফেসবুক মেসেঞ্জার এবং স্ন্যাপচ্যাটের মতো থার্ড পার্টি মেসেজিং অ্যাপের জিআইএফ শেয়ার সমর্থন করবে।