আপনাদের বলে রাখি যে গুগল প্লে স্টোর থেকে প্রায় 29টি বিউটি ক্যামেরা অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে, আর মনে করা হচ্ছে জে এই অ্যাপ গুলি ইউজার্সদের পর্নোগ্রাফি কন্টেন্ট পাঠাচ্ছে, আর এছাড়া ইউজার্সরা কিছু ফিসিং ওয়েবসাইটেও রিডাইরেক্ট হচ্ছে, তবে শুধু তাই না এও জানা গেছে জে এই অ্যাপ গুলি আপনাদের ব্যাক্তিগত ছবি চুরি করছে
সিকিউরিটি ফর্ম ট্রেন্ড মাইক্রোর তরফে দেওয়া একটি রিপোর্ট অনুয়াস্রে প্রায় 29 টি বিউটি ক্যামেরা অ্যাপ প্লে স্টোর থেকে আপনাদের মানে ইউজার্সদের পর্নোগ্রাফি কন্টেন্ট সেন্ড করছে। আর এছাড়া এই অ্যাপ গুলি ফিসিং সাইটে রিডায়রেক্ট করে। আর এছাড়া এও বলা হচ্ছে জে কিছু অ্যাপ আছে যা প্লে স্টোরে অসংখ্য বার ডাউনলোড করা হয়েছে। তবে এর পরেও আমরা আপনাদের সেই অ্যাপ গুলির বিষয়ে বলব।
মনে করা হচ্ছে যে এই 29 টি বিউটি ক্যামেরা অ্যাপ গুগলের প্লে স্টোরে ব্যান করা হয়েছে। তবে এই অ্যাপ গুলি গুগল তখন ডিলিট করে যখন তারা এই অ্যাপ গুলির বিষয়ে জানতে থাকে। আর এই অ্যাপের সব থেকে বেশি ডাউনলোডও করা হয়েছে। আর এর মধ্যে ভারত এদের একটি বড় বাজার বলেও জানা গেছে।
আর আমরা যদি এই অ্যাপ গুলির বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি জে এখানে একটি গোটা লিস্ট আছে যেখানে আপনারা এই অ্যাপ গুলির বিষয়ে জানতে পারবেন।ঃ প্রো ক্যামেরা বিউটি, কার্টুন আর্ট ফটো, ইমোজি ক্যামেরা, আর্টিস্টিক এফেক্ট ফিল্টার, আর্ট এডিটার, বিউটি ক্যামেরা, সেলফি ক্যামেরা প্রো, হরাইজান বিউটি ক্যামেরা, সুপার ক্যামেরা, আর্ট এনেক্ট ফর ফটো, Awesome Cartoon Art, Art Filter Photo, Cartoon Effect, Art Effect, Photo Editor, Wallpapers HD, Magic Art Filter Photo Editor, Fill Art Photo Editor, ArtFlipPhotoEditing, Art Filter, Cartoon Art Photo, Prizma Photo Effect, Cartoon Art Photo Filter, Art Filter Photo Editor, Pixture, Art Effect, Photo Art Effect, Cartoon Photo Filter।