HIGHLIGHTS
এর সঙ্গে গুগল 100,000 খারাপ ডেভেলাপার্সদেরও সরিয়ে দিয়েছে
গুগল 2017 সালে প্লে স্টোর থেকে 7 লাখ খারাপ অ্যাপ সরিয়ে দিয়েছে। এই অ্যাপ গুলি গুগলের নিয়ম পালন করেনি। 2016 সালের তুলনায় গুগল 2017 সালে 70% বেশি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে। আজকে Moto X4 সহ এই স্মার্ট ফোন গুলির ওপর ফ্লিপকার্ট খুব ভাল ডিস্কাউন্ট দিচ্ছে
আর এর সঙ্গে গুগল এও জানিয়েছে যে কোম্পানি অ্যাপ ছাড়াও 100,000 জন খারাপ ডেভেলাপার্সকেও সরিয়ে দিয়েছে।
গুগল এই অ্যাপ গুলি চেনার জন্য তাদের নতুন ডিটেকশান মডেল আর টেকনেক ব্যবহার করেছে, গুগল এর নিয়ম যে সব ডেভলাপাররা আর ডেভলাপার নেটওয়ার্কে চিনেছে।
আপনাদের এটা বলে রাখি যে গুগল প্রায়ই সেই সব অ্যাপ কে প্লে স্টোর থেকে সরিয়ে দেয় যারা গুগলের নিয়ম মানেনি।
Latest Article
- Oppo Reno 13 সিরিজের কালার ভ্যারিয়্যান্ট ফাঁস, জেনে নিন সমস্ত কিছু তথ্য
- e-PAN Card ডাউনলোড করার ইমেইল পেয়েছেন? সাবধান, হতে পারে বড় ফ্রড
- এক মাসের ভ্যালিডিটি সহ Airtel এর দুটি সস্তা রিচার্জ প্ল্যান, একগুচ্ছ ডেটা সহ আনলিমিটেড কলিং
- Nothing Phone 3 vs Nothing Phone 2: আপকামিং নাথিং ফোন 3 কতটা আলাদা হবে নাথিং ফোন 2 এর তুলনায়, জেনে নিন এখানে
- সস্তা হল Sony Camera সহ OnePlus 5G স্মার্টফোন, সঙ্গে মিলবে Nord Buds 2r ইয়ারবডস বিনামূল্যে
- 50MP ক্যামেরা, 5110mAh ব্যাটারি সহ এন্ট্রি নেবে Poco X7 5G, স্পেসিফিকেশন লিক
- Best Jio 5G Plan কোন দুটি জানালো কোম্পানি, 90 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 2 জিবি ডেটা
- Realme 14x 5G vs Poco M7 Pro 5G: 15000 টাকার কম দামে রিয়েলমি নাকি পোকো, কোন নতুন ফোনটি সেরা, জানুন
- মাত্র 6499 টাকায় Samsung এর 50MP ক্যামেরা ফোন কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এই অফার
- পয়লা জানুয়ারি থেকে একাধিক Android স্মার্টফোনে কাজ করবে না WhatsApp, আপনার ফোনও কী রয়েছে এই লিস্টে