Google, 2017 সালে প্লে স্টোর থেকে 7 লাখ খারাপ অ্যাপ সরিয়েছে

Google, 2017 সালে প্লে স্টোর থেকে 7 লাখ খারাপ অ্যাপ সরিয়েছে
HIGHLIGHTS

এর সঙ্গে গুগল 100,000 খারাপ ডেভেলাপার্সদেরও সরিয়ে দিয়েছে

গুগল 2017 সালে প্লে স্টোর থেকে 7 লাখ খারাপ অ্যাপ সরিয়ে দিয়েছে। এই অ্যাপ গুলি গুগলের নিয়ম পালন করেনি। 2016 সালের তুলনায় গুগল 2017 সালে 70% বেশি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে। আজকে Moto X4 সহ এই স্মার্ট ফোন গুলির ওপর ফ্লিপকার্ট খুব ভাল ডিস্কাউন্ট দিচ্ছে
 
আর এর সঙ্গে গুগল এও জানিয়েছে যে কোম্পানি অ্যাপ ছাড়াও 100,000 জন খারাপ ডেভেলাপার্সকেও সরিয়ে দিয়েছে।
 
গুগল এই অ্যাপ গুলি চেনার জন্য তাদের নতুন ডিটেকশান মডেল আর টেকনেক ব্যবহার করেছে, গুগল এর নিয়ম যে সব ডেভলাপাররা আর ডেভলাপার নেটওয়ার্কে চিনেছে।
 
আপনাদের এটা বলে রাখি যে গুগল প্রায়ই সেই সব অ্যাপ কে প্লে স্টোর থেকে সরিয়ে দেয় যারা গুগলের নিয়ম মানেনি। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo