আপাতত কিছু গেমের জন্য ট্রাই নাও বটন আছে যার মাধ্যেম আপনারা গেম ইন্সটলনা করেও ট্রাই করতে পারবেন
গুগল প্লে স্টোরে গেমসের জন্য ইন্সট্যান্ট অ্যাপ ফিচার নিয়ে এসেছে যা ট্রাই নাওয়ের নতুন ফিচার কিছু অ্যান্ড্রয়েড গেমের জন্য পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে আপনারা গেম ইন্সটল না করেও ট্রাই নাও বটনে ক্লিক করতে পারবেন। আর এই প্রযুক্তিটি ইন্সট্যান্ট অ্যাপের মতন যা অ্যাপের জন্য ছিল কিন্তু এবার গুগল গেমের জন্য গুগল প্লে ইন্সট্যান্ট হিসাবে লঞ্চ করছে।
আমরা গুগল প্লে স্টোরে কিছু গেম ট্রাই নাও বটনের মাধ্যেম ট্রাই করার চেষ্টা করেছিলাম। ফ্রুট নিঞ্জা, Asphalt 8 য়ের মতন যা বেশ জনপ্রিয় গেম। এই গেম গুলি এখনও ট্রাই নাও বটন আসেনি কিন্তু ক্ল্যাশ রয়াল, ভডার্স ইউথ, ফ্রেন্ডস গেমে গুলি আমরা ট্রাই নাও বটনের মাধ্যমে খেলা যাবে।
ক্ল্যাশ রয়ালের দুটি টিউটোরিয়াল অব্দি গেম খেলা যেতে পারে যা গেমের বিষয়ে জানার জন্য যথেষ্ট।