Google Play Store থেকে হামেশাই এই অ্যাপ-সেই অ্যাপ ডাউনলোডের অভ্যাস আছে? তাহলে এখনই সতর্ক হন। সদ্য গুগলের তরফে মোট 13টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। Google একটানা চেষ্টা চালিয়ে যাওয়া সত্বেও আবারও Play Store এ হদিস মিলল 13টি খতরনাক অ্যাপের। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন কোন কোন অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে? তাহলে দেখে নিন সেই তালিকা।
গুগল বহু চেষ্টা চালানোর পরেও প্লে স্টোরের একাধিক অ্যাপ ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গিয়েছে। এই অ্যাপগুলোর অধিকাংশই হচ্ছে ক্লিনিং অ্যাপ। এই অ্যাপ যদি আপনি একবার ফোনে ডাউনলোড করেন তাহলে আপনাকে বারবার বিজ্ঞাপন পাঠাতে থাকবে। আর তারপর অন্য অ্যাপগুলোকে ধীরে ধীরে ব্লক করতে থাকবে। এই অ্যাপগুলোর তরফে একাধিক নোটিফিকেশন পাঠানো হয়ে থাকে।
কী ভাবছেন শুধু এতটুকুই? তাহলে বলি না। এর মধ্যে এমন বেশ কিছু অ্যাপ আছে যেগুলো বারবার নিজেদের নাম এবং আইকন পাল্টে ফেলে। এর ফলে একবার ইনস্টল করে ফেললে তার হদিস মেলা কঠিন সমস্যা হয়ে যায়! যদিও গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে তবুও এখনও কয়েক লাখ ফোনে থেকে গিয়েছে এক অ্যাপগুলো। দেখে নিন আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? থাকলে এখনই ডিলিট করুন। এমনই পরামর্শ দিচ্ছে গুগল।
Junk Cleaner
EasyCleaner
Power Doctor
Super Clean
Full clean
Fingertip Cleaner
Quick Cleaner
keep Clean
Windy Clean
Carpet Clean
Cool Clean
Strong Clean
Meteor Clean
কদিন আগেই গুগলের তরফে প্লে স্টোর থেকে 50টি অ্যাপ ব্যান করা হল। গোটা বিশ্ব জুড়ে এই অ্যাপগুলো 1কোটিরও বেশি ফোনে ইনস্টল করা ছিল। ফলে যতই প্লে স্টোর থেকে সরানো হোক সেই অ্যাপগুলো যেখানে ডাউনলোড করা হয়েছে সেখানে থেকেই গিয়েছে।
কোনও অ্যাপ ডাউনলোড করার আগে ভাল করে সেই অ্যাপটির রিভিউ পড়ুন গুগল প্লে স্টোর থেকে। যদি কোনও খটকা লাগে তবে ডাউনলোড করবেন না। অতিরিক্ত ফিচারের প্রলোভনে পা দিয়ে APK ফাইল ডাউনলোড করবেন না। এতে কিন্তু আপনি অজান্তেই নিজের সব তথ্য অন্যের কাছে তুলে দিচ্ছেন। তাই সতর্ক থাকুন কোনও অ্যাপ ডাউনলোড করার আগে।