Google One যে কেবল Google Cloud -এর সাবস্ক্রাইবড ভার্সন তেমন কিন্তু নয়। এখানে কিন্তু আপনি একাধিক ফটো এডিট করার অপশন পেয়ে যাবেন। এর মধ্যে পাবেন HDR, পোট্রেট লাইট, আকাশের ছবি এডিট করার সুযোগ।
আগে এই ফিচার খালি মোবাইল অ্যাপে ছিল। এখন এটা ওয়েবে উপলব্ধ হল। Google -এর তরফে টুইটারে এই কথা ঘোষণা করা হয়েছে।
Google One -এর যাঁরা সাবস্ক্রাইবার তাঁরা এখন Google Photos ওয়েবে একাধিক নতুন টুল পাবেন ছবি এডিট করার জন্য। এর মধ্যে আছে পোট্রেট লাইট, পোট্রেট ব্লার, কালার পপ, HDR -এর সুবিধা। এছাড়াও ডেস্কটপে Google Photos খুললে আরও একাধিক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই নতুন সমস্ত ফিচার ওয়েব ব্রাউজারে যুক্ত হল।
আপনি যদি Google One -এর সাবস্ক্রাইবার হন তাহলে আপনি এখন ওয়েবে photos. google.com খুললে কী কী সুবিধা পাবেন দেখুন।
আরও পড়ুন: আগামী মাসে এই দিন লঞ্চ হবে Nothing Phone 2, ওয়ানপ্লাস কে টেক্কা দেবে ফোনের দুর্দান্ত ফিচার
পোট্রেট লাইট: এটার সাহায্যে লাইটের সোর্স নিয়ন্ত্রণ করা যাবে।
পোট্রেট ব্লার: ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেওয়া যাবে যে কোনও ছবির এই ফিচারের সাহায্যে। এমনকি নন পোট্রেট ছবির রূপ বদলে দেওয়া যাবে এই ফিচারের সাহায্যে।
কালার পপ: এই ফিচারের সাহায্যে ফ্রন্টের কালার ঠিক রেখে ব্যাক গ্রাউন্ডের কালার ফেড করে দেওয়া যাবে।
HDR: এটা দিয়ে ছবির ব্রাইটনেস এবং কনট্রাস্ট লেভেল বাড়ানো কমানো যাবে।
স্কাই: আকাশের ছবি তুললে সেটার নানা রূপ বদলানো যাবে। এখানে একাধিক কালার স্কিম পাওয়া যাবে।
আরও পড়ুন: Apple Days Sale চালু, বাম্পার ছাড় iPhone 14, iPhone 14 Pro, সহ একাধিক ফোনে, দেখুন ডিল
এর আগে Google Pixel -এর এক্সক্লুসিভ ফিচার আছে ম্যাজিক ইরেজার সেটা Google One সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ করা হয় মোবাইলের জন্য। এটা অ্যান্ড্রয়েড এবং IOS দুটোর জন্য আনা হয়েছিল।
Google One -এর বেসিক টায়ারে 100 GB ক্লাউড স্টোরেজ পাওয়া যায়। এটার সঙ্গেই এই নতুন ফিচার পাওয়া যাবে। এটির দাম 65 টাকা প্রতি মাস দিয়ে শুরু হচ্ছে। এটার পরের প্ল্যানের দাম 130 টাকা।