মার্কিন সংস্থা Google সম্প্রতি গুগল ফটোস (Google Photos) অ্যাপে লকড ফোল্ডার (Locked Folder) ফিচার লঞ্চের কথা নিশ্চিত করেছে। নতুন এই ফিচার কাজ করবে অ্যান্ড্রয়েড 6 এবং তার ওপরের ভার্সনে। গুগল নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নতুন এই ফিচারের একটি ছোট্ট টিজার পোস্ট করেছে। সেখানে নতুন এই ফিচারটি কিভাবে কাজ করবে তার ইঙ্গিত সামনে এসেছে।
নতুন এই ফিচার ইউজারকে বিভিন্ন সেনসিটিভ ফটো এবং ভিডিওকে মূল ফটো লাইব্রেরি থেকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করবে। এই সমস্ত ফটো বা ভিডিওকে সিকিউরিটি কোড বা বায়োমেট্রিক স্ক্যানার দেওয়া ফোল্ডারের মাধ্যমে এক্কেবারে আলাদাভাবে স্টোর করে রাখা যাবে।
লকড ফোল্ডার ফিচার সবার প্রথমে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ডিভাইস ইউজারদের জন্য। তবে এই ফিচার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কবে লঞ্চ করবে তা জানা যায়নি।
Google Pixel ডিভাইসের মাধ্যমে ক্যামেরা অ্যাপের সাহায্যে কোনো ফটো ক্যাপচার করার পর তা সঙ্গে সঙ্গেই লকড ফোল্ডারে স্টোর করা যায়। অ্যান্ড্রয়েড সিস্টেমগুলির ক্ষেত্রেও এই ফিচার পাওয়া যাবে কিনা তা বলা যাচ্ছে না।
‘Locked Folder’-এ সেভ থাকা কোনো ইমেজ গুগল ড্রাইভে সেভ বা ব্যাকআপ হবে না। নতুন ফিচারের ঘোষণার পাশাপাশি গুগল জানিয়েছে খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে আসা হবে বেশ কিছু নতুন ফিচার।
গল টিভি এবং Android TV OS ডিভাইসের রিমোট হিসেবে ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ফোনকে , আসতে পারে এমন সব লেটেস্ট ফিচার।