Google Photos app য়ে প্রাইভেট চ্যাটে ছবি শেয়ার করা যাবে
মোবাইল আর ওয়েব দুই জায়গাতেই এই কাজ করা যাবে
এটি গ্লোবালি করা হচ্ছে
গুগল তাদের অ্যাপ আর পরিষেবার নতুন ফিচার্স অ্যাড করেছে আর এবার ফটো অ্যাপে লেটেস্ট আপডেট এসেছে যা ফটোজকে মোবাইল আর ওয়েবে একটি নতুন ফিচার দেবে। আর সার্চ জায়নেট জানিয়েছে যে Google Photos অ্যাপে এবার চ্যাট ফিচার দেওয়া হবে। আর গ্রাহকরা এবার এই ফিচার ইন্ডিভিজুয়ালি ফট বা ভিডিও নিজের কন্ট্যাক্টের সঙ্গে যুক্ত করতে পারবেন আর এই ফিচার এবার ইন্ডিভিজিউয়াল ফটো বা ভিডিওতে নিজের কন্টেন্টের সঙ্গে দেবে আর গ্রাহকদের জন্য আলাদা সোপরেট শেড অ্যালবাম বানাবে না।
এই নতুন ফিচারটি ব্যাবহার করা খুব সহজ। অ্যাপ ওপেন করে আপনারা যে ছবি চান পাঠাতে পারবেন। ইমেজ সিলেক্ট করে ‘সেন্ড ইন গুগল ফটোজ’ পপ আপ হবে আর এর পরে আপনারা ভিডিও বা ফটো পাঠাতে পারবেন আর যেখানে দরকার এটি ব্যাবহার করতে পারবেন।