এবার GOOGLE ফটো অ্যাপের প্রাইভেট চ্যাট ফিচার এল
Google Photos app য়ে প্রাইভেট চ্যাটে ছবি শেয়ার করা যাবে
মোবাইল আর ওয়েব দুই জায়গাতেই এই কাজ করা যাবে
এটি গ্লোবালি করা হচ্ছে
গুগল তাদের অ্যাপ আর পরিষেবার নতুন ফিচার্স অ্যাড করেছে আর এবার ফটো অ্যাপে লেটেস্ট আপডেট এসেছে যা ফটোজকে মোবাইল আর ওয়েবে একটি নতুন ফিচার দেবে। আর সার্চ জায়নেট জানিয়েছে যে Google Photos অ্যাপে এবার চ্যাট ফিচার দেওয়া হবে। আর গ্রাহকরা এবার এই ফিচার ইন্ডিভিজুয়ালি ফট বা ভিডিও নিজের কন্ট্যাক্টের সঙ্গে যুক্ত করতে পারবেন আর এই ফিচার এবার ইন্ডিভিজিউয়াল ফটো বা ভিডিওতে নিজের কন্টেন্টের সঙ্গে দেবে আর গ্রাহকদের জন্য আলাদা সোপরেট শেড অ্যালবাম বানাবে না।
এই নতুন ফিচারটি ব্যাবহার করা খুব সহজ। অ্যাপ ওপেন করে আপনারা যে ছবি চান পাঠাতে পারবেন। ইমেজ সিলেক্ট করে ‘সেন্ড ইন গুগল ফটোজ’ পপ আপ হবে আর এর পরে আপনারা ভিডিও বা ফটো পাঠাতে পারবেন আর যেখানে দরকার এটি ব্যাবহার করতে পারবেন।
Now when you're sending pictures and videos to your friends or family, you can share them in an ongoing, private conversation in @googlephotos. Here’s how sharing within the app just got simpler → https://t.co/aBDfhzSyyt pic.twitter.com/QJ2j0crME9
— Google (@Google) December 3, 2019
গ্রাহকরা মাল্টিপেল রেসেপিয়েন্ট বাছতে হবে আর একটি নতুন গ্রুপ বানাতে হবে।
TechRadar য়ের রিপোর্ট অনুসারে মোবাইল অ্যাপে একটির বেশি ইমেজ দেওয়া যাবে তবে ওয়েব ভার্সানে আপনারা এক সঙ্গে একটি ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন।
আর এই ফিচার শুধু গুগল অ্যাকাউন্টে কাজ করে আর ফটো অ্যাপে ফটো সেন্ড বা রিসিভ করার জন্য আপনাদের লগ ইন করতে হবে।
আর এই ফিচার গ্লোবালি দেওয়া হবে আর তাড়াতাড়ি আপনার ডিভাইসে এই আপডেট এসে যাবে।