Google পে গ্রাহকরা এই অ্যাপ গুলিও ব্যবহার করতে পারবেন

Updated on 30-Jan-2020
HIGHLIGHTS

এগুলি সবই UPI অ্যাপ

আছে Bhim UPI, Phone Pe র নাম

এগুলি আপনাদের টাক ট্র্যান্সফারের বিষয়টি আর ও সহজ করে দেয়

আমরা সবাই এখন সব সময়ে বেশি টাকা ক্যারি করি না অনেক সময়েই আমরা টাকা ট্র্যাঞ্জাকশানের জন্য বিভিন্ন মানি ওয়ালেট বা পেমেন্ট অ্যাপ ব্যাবহার করে থাকি। এর মধ্যে আমাদের অনেকেরি পছন্দ Googl Pay র মতন পেমেন্ট প্রসেস। আমরা জানি যে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি সহজে ডাউনলোড করে ইন্সটল করে ব্যাবহার করা যায়।

আমরা অনেক আগে আপনাদের এই গুগল পে ডাউনলোড আর ইন্সটল প্রক্রিয়া বিষয়ে বলেছিলাম। তবে আজকে আমরা গুগল পে বিষয়ে না বলতে চলেছে এই ধরনের আরও তিনটি অ্যাপের বিষয়ে। যা কিছু ক্ষেত্রে পরিচিতি বা অনেকের কাজে খুব একটা পরিচিত না।

এখানে আজকে আপনাদের এমন কিছু অ্যাপের বিষয়ে বলব যা গুগল পে ব্যাবহার কারী রা ব্যাবহার করতে পারেন আবারা যারা একদম নতুন এই ধরনের অ্যাপ ব্যাবহার করবেন তাদের জন্যও কাজের। আজকে এখানে আমরা আপনাদের গুগল পের মতনই আরও তিনটি অ্যাপের বিষয়ে বলব।

যারা গুগল পে ব্যাবহার করেন তারা এই অ্যাপ গুলিও ব্যাবহার করতে পারবেন।এই তিনটি ও UPI অ্যাপ।

এই অ্যাপ গুলির বিষয়ে বলতে হলে প্রথমেই Bhim অ্যাপের কথা বলতে হয়।

Bhim অ্যাপ

ভিম অ্যাপের পুরনো নাম ভারত ইন্টারফেস ফর মানি। এটি একটি ডিজিটাল পেমেন্ট অ্যাপ আর এটি তাড়াতাড়ি টাকা ট্রান্সফার বা কোন পেমেন্ট প্রসেস কে সহজ করে। এটি ও একটি UPI ( ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) অ্যাপ। এটি গুগল পের মতনই। BHIM অ্যাপ কাউকে ডিরেক্ট পেমেন্ট করার কাজে যেমন লাগে তেমনি UPI ID র সঙ্গে পেমেন্ট প্রসেস করার সঙ্গে সঙ্গে QR কোড স্ক্যান করেও পেমেন্ট প্রসেস করে।

কি করে Bhim অ্যাপ ব্যাবহার করবেন

  • গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে BHIM অ্যাপটি ডাউনলোড করুন
  • এবার এখানে পছন্দের ভাষা বাঁচুন
  • এব আর আপনার ব্যাঙ্কের সঙ্গে রেজিস্টার্ড নাম্বার দিন
  • চার ডিজিটের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
  • ছয় ডিজিটের একটি UPI PIN সেট করুন আর আপনারা ডেবিট কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে বাকি প্রসেস সেট করুন
  • আর এবার আপনার Bhim অ্যাকাউন্ট রেজিস্টার্ড হয়ে গেছে আর এবার আপনারা এর মাধ্যমে টাকা পাঠানো বা টাকা রিসিভ করা দুই করতে পারবেন

Paytm

পেটিএম একটি জনপ্রিয় অ্যাপ যা অ্যান্ড্রয়েড আর iOS ডিভাইসে চলে। আর পেটিএম ডিলে ডিস্কাউন্ট, ভাউচার ইত্যাদি অফার করে। আর এর সঙ্গে গ্রাহকরা এর মাধ্যমে সোনা কিনতে পারেন বা সঙ্গে অনলাইনে কেনাকাটা করতে পারেন।

কি করে Paytm ব্যাবহার করবেন

  • প্রথমে পেটিএম অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন
  • পেটিএম অ্যাপ ওপেন করুন
  • এখানে ‘অ্যাড মানি’ অপশানে ট্যাপ করুন
  • এখানে আপনি যত টাকা অ্যাড করতে চান তা লিখুন
  • এবার পেমেন্ট অপশান হিসাবে –ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং য়ের মধ্যে যে কোন একটি সিলেক্ট করুন
  • আর এবার এখানে দরকারি তথ্য দিন
  • আর এবার ‘পে নাও’ তে ট্যাপ করুন আর ট্র্যাঞ্জাংশান শেষ করুন
  • আর এবার টাকা পেটিএম ওয়ালেটে অ্যাড করুন

পেটিএম থেকে এভাবে করে টাকা পাঠান আর  টাকা রিসিভ করুন

  • আপনারা এর মাধ্যমে টাকা QR কোডের মাধ্যমে পাঠাতে পারেন আর না হলে মোবাইল নাম্বারে টাকা পাঠাতে পারবেন
  • এখানে পেটিএমের হোম পেজে পে অপশানে ক্লিক করুন
  • আর এবার আপনি যদি QR কোডের মাধ্যমে টাকা দেন তবে কোড স্ক্যান করুন আর স্ক্যান করে টাকার অ্যামাউন্ট টাইপ করুন
  • কারো ফোন নাম্বার ব্যাবহার করে টাকা পাঠাতে হলে, প্রথমে পে অপশানে ক্লিক করুন, এখাএন মোবাইল নাম্বার দিন। আর না হলে আপনার কন্ট্যাক্টে সেই নাম্বার সেভ থাকলে কন্ট্যাক্ট ড্র্যাগ করে টাকার অ্যামাউন্ট দিয়ে সেন্ড মানি করে দিন
  • আর সব ট্রাঞ্জাংশান হোম পেজের পাসবুকে পাওয়া যাবে

PhonePe

আর এবার আমরা ফোনপের বিষয়ে বলব। এই অ্যাপটির মাধ্যমেও আপনারা QR মোড বা ফোন নাম্বারের মাধ্যমে টাকা পাঠানো দু রকমের অপশানই পাবেন।

  • ফোনপে তে ক্যাশব্যাকের মতন বেশ কিছু দারুন অপশান আছে। ইংরেজি ছাড়াও আরও কিছু ভারতীয় ভাষা সাপোর্ট করে অ্যাপটি।
  • কি করে Phone Pe ব্যাবহার করবেন
  • গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন
  • ফোনপে ওপেন রকুন আর পেমেন্ট অপশান সিলেক্ট করুন
  • ফোনপে অ্যাকাউন্ট দিয়ে লগ ইনের জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর চার ডিজিটের পিন নাম্বার দিন
  • আর এবার এখানে আপনি যে ব্যাঙ্কের মাধ্যমে টাকা ট্র্যান্সফার করতে চান সেই অ্যাকাউন্ট দিন
  • ট্রাঞ্জাংশান কমপ্লিট করার জন্য UPI Pin দিন
  • স্মার্টফোন গ্রাহকরা গুগল পের সঙ্গে এই সব অ্যাপই ডিজিটাল পেমেন্ট করার জন্য ব্যাবহার করতে পারেন।
Connect On :