খুব তাড়াতাড়ি গুগল ম্যাপে ইনকগেনেটো মোড আসবে

খুব তাড়াতাড়ি গুগল ম্যাপে ইনকগেনেটো মোড আসবে
HIGHLIGHTS

ইনকগনেটো মোড ফিচার দেওয়া হচ্ছে

গুগল ম্যাপ 10.26 ভার্সানে নতুন ফিচার আসবে

গুগল ম্যাপস লোকেশান ডাটার প্রাইভেসির জন্য তাড়াতাড়ি "Incognito Mode"  নিয়ে আসবে। অ্যান্ড্রয়েড গুগল ম্যাপ অ্যাপে "Incognito Mode"  য়ের টেস্টিং করছে। আর গুগল ক্রোমের মতন গুগল ম্যাপে ইনকনেটো মোডে বেশি প্রাইভেসি থাকবে।

রিপোর্ট অনুসারে গুগল ম্যাপ 10.26 ভার্সানে নতুন আই ফ্রি ব্যাঙ্কিং নেগিভেশান মোড থাকবে। আর আই ফ্রি মোডের মাধ্যমে এই সময়ে আপনারা বারে বারে আপনাদের ফোনে দেখতে পারবেন না। আর এই মোডের মাধ্যমে ব্যাঙ্কিং নেগিভেশান বেশি বক্স গাইডেন্স অ্যাড করবে।

গত মাসে গুগল ম্যাপের নতুন লাইভ ভিউ নেগিভেশান মোড অ্যাড করা হয়েছিল আর যা ব্যাঙ্কিং ডায়রেকশানের রিয়েলিটি ওভারঅল করে। গুগল ম্যাপের বিটা টেস্টার্সের জন্য প্রাইভেসি ফিচার দেওয়া হয়েছে।

আর সম্প্রতি গুগল তাদের গুগল ম্যাপের গ্রাহকদের জন্য নতুন একটি লেটেস্ট টুল অ্যাডঃ করেছে। গুগল ম্যাপের রিসার্ভেশান ট্যাব যুক্ত হয়েছে। আর অ্যাপে যুক্ত হওয়া নতুন টুল তাড়াতাড়ি গ্রাহকদের ব্যাবহার করতে পারবেন। আর এই টুলের মাধ্যমে গ্রাহকরা যাতায়াতের সময়ে তাদের আপকামিং ফ্লাইট আর হোটেল রিজার্ভেশান পাবেন। আর এই টুলে আপনারা এই বিষয়ে সব জানতে পারবেন।

Digit.in
Logo
Digit.in
Logo