এবার ভারতে টু-হুইলার্স সিস্টেম শুরু করল গুগল

এবার ভারতে টু-হুইলার্স সিস্টেম শুরু করল গুগল
HIGHLIGHTS

টু-হুলার্স সিস্টেমে ম্যাপে রাস্তা দেখা যাবে যে গাড়ি আর ট্রাকের জন্য সঠিক না হলেও টু-হুইলারের জন্য শর্টকার্টের কাজ করবে

ভারতে টু-হুলার যানের চাল্ক দের সঠিক রাস্তার সন্ধান দিতে গুগল মঙ্গলবার তাদের ম্যাপ ফিচারে টু-হুইলারের জন্য ভয়েস অ্যাসিস্টেন্সের ক্ষমতা যুক্ত রাস্তা তাদের ম্যাপে অন্তর্গত করেছে। ভারতে গুগল ম্যাপের নতুন ট্র্যাভেল মোডে এবার ড্রাইভ, ট্রেন বা বাস আর ব্যাঙ্কের সঙ্গে এবার বাইকের অপশানও যুক্ত হল।

গুগলের ভাইসচেয়ারম্যান( নেক্সট বিলিয়ান ইউজার্স টিম) সিজার সেনগুপ্ত বলেছেন যে, “গুগ্ল ম্যাপে ‘টু হুইলার’ ফিচার ভারতে প্রথমবার লঞ্চ করা হয়েছে। ভারত বিশ্বের সব থেকে বড় টু হুইলার বাজার, আর লাখ লাখ মোটরবাইক আর স্কুটার চালকদের দরকার ফোর হুলার্স চালদের দরকারের থেকে আলাদা”।

টু হুলার্স ম্যাপে রাস্তা দেখা যাবে, যা গাড়ি আর ট্রাকের জন্য সঠিক না হলেও টু হুইলারের জন্য শর্টকার্টের কাজ করবে।

এছাড়া এতে ব্যাক্তিগত ট্র্যাফিক আর আগমনের সময়ের খবর পাওয়া যাবে।

সেনগুপ্ত এও বলেছেন যে, “অনেক ভারতীয়ই জাতায়াতের জন্য স্থানীয় ল্যান্ডমার্কের ওপর ভরসা করেন আর তাই টুহুলার্স প্রক্রিয়ায় রাস্তায় থাকা ল্যান্ডমার্ক দেখা যাবে, যাতে চালকরা বেরোবার আগেই নিজেদের ট্রিপের প্ল্যান করে নিতে পারে, আর টুহুলার্স চালকরা সঠিক সময় তাদের স্মার্টফোনে দেখানো রাস্তায় যাতায়াত করতে পারে”।

এই টু হুলার্স প্রক্রিয়াটি আগামী কয়েক মাসের মধ্যে অন্য দেশেও চালু করা হবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo