নিত্য যাত্রীদের জ্বালা কমাতে নতুন ফিচার আনবে গুগল ম্যাপ

নিত্য যাত্রীদের জ্বালা কমাতে নতুন ফিচার আনবে গুগল ম্যাপ
HIGHLIGHTS

বিশ্বের প্রায় 200টি দেশে এই ফিচার আছে

ভারতেও দুই নতুন ফিচার আনতে চলেছে গুগল ম্যাপ

নিত্য যাত্রীদের নিত্য অনেক অসুবিধা আর এই অসুবিধার মধ্যে অন্যতম অবশ্যই যে বাস বা ট্রেনে জান তার কত ভিড়। অনেক সময়ে মনে হয় ইস যদি আগে জানতে পারতাম এই ট্রেন বা বাসে এর ভিড় তবে এর আগের বা অন্য বাস ট্রেনে যেতাম। তবে এবার আর ভাবতে হবে না গুগল ম্যাপের দৌলতে এটাই বাস্তবে হতে চলেছে।

আসলে এবার গুগল জানাবে কোন রাস্তায় জ্যাম কত। এজন্য গুগল ম্যাপ দুটি দারুন ফিচার আনতে চলেছে। আর এই ফিচার ব্যাবহার করে আপনারা সে সময়ে কোন রাস্তায় কোন ট্র্যান্সপোর্ট ব্যাবহার করবেন তাও জানতে পারবেন।

আমরা সবাই কম বেশি গুগল ম্যাপ ব্যাবহার করি আর এই গুগলের ভরসায় অচেনা রাস্তায় পারি জমাতেও আমাদের অসুবিধা হয়না। আর এবার গুগল নিত্য যাত্রীদের জানাবে যে কোন বাস ট্রেনে ভিড় কেমন, তাতে বসার জায়গা পাওয়া যাবে কিনা। এই সময়ে সারা বিশ্বের দুশোর মতন শহরে এই পরিষেবা চালু আছে।

আসলে আমাদের জাতায়াতের পথে গুগলের ভালই নজর থাকে। কারন ইন্টারনেটে সার্চ বা কোন ওয়েবসাইটে গিয়ে কি দেখছেন বা কোন রাস্তায় জাচ্ছেন সে সব আর সেখান থেকেই আপনার বিষয়ে জেনে আপনাকে আপনার জাতায়াতের পথের ডিটেল জানাবে গুগল ম্যাপ।

Digit.in
Logo
Digit.in
Logo