এবার গুগল ম্যাপের নতুন ফিচার, জানাবে আপনার গাড়ির স্পিড
নতুন একটি ফিচার এনেছে গুগল ম্যাপ
এর নাম স্পিডোমিটার
এবার অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য নতুন এক ফিচার নিয়ে এসেছে। এবার ইউজার্সদের গারির স্পিড জানাবে ম্যাপ। আর এর সঙ্গে গুগল ম্যাপের মেনু তে গিয়ে সেটিংসে গিয়ে সেখানে স্পিডোমিটার নামের ফিচার অন করতে হবে। সম্প্রতি স্পিড লিমিট ফিচার এনেছিল গুগল ম্যাপ আর এর পরেই এল নতুন এই স্পিডোমিটার পরিষেবা।
এর মধ্যে দেশের বড় শহরে স্পিউড ক্যামেরা আছে আর অনেক সময়ে অনেকেই খেয়াল না করে গারির স্পিড বারিয়ে দেন, আর এর জন্য দিতে হয় জরিমানা। আর নতুন ফিচারের পরে গুগল ম্যাপের মাধ্যমে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
গুগল ম্যাপের স্পিডোমিটার ফিচারটি অন করলে ড্রাইভিং স্পিড দেখাবে গুগল ম্যাপ। আর স্পিড লিমিটের বেশি স্পিডে গাড়ি চললে আগাম সতর্কতা জানাবে এই পরিষেবা। আর বদলে যাবে ডিসপ্লের রঙও।
তবে নেট ঠিক ঠাক কাজ না করলে দেরিতে নোটি ফিকেশান আসতে পারে।
সম্প্রতি গুগল ম্যাপ পপুলার ডিশেস নামে একটি নতুন বিভাগ শুরু করেছে। আর এখানে রিভি হিসাবে সেরা খাবার দেখানো হয়।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।