সাবধান! Google প্লে স্টোর থেকে ফের সরিয়ে দেওয়া হল 29টি বিপদজনক মোবাইল অ্যাপস, আপনার ফোনে নেই তো?
গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা এই ম্যালিশিয়াস অ্যাপগুলি বেশিরভাগই Photo Editing App
Google Play Store থেকে ফের 29 টি অ্য়াপ ডিলিট করে দিল গুগল
মোবাইল অ্যাপগুলি (Mobile Apps) স্মার্টফোনে স্টোর করে রাখা আপনার যাবতীয় জরুরি তথ্য় চুরি করে নিতে পারে
Android স্মার্টফোনে বেশ কিছু সময় ধরে Malware-এর সমস্য়া দেখা যাচ্ছে। প্রায় সময়েই ফোনের নতুন নতুন ভাইরাসের কথা খবরে জানা যায়। এর পাশাপাশি বিশ্বে বেশিরভাগ মানুসই অ্য়ান্ড্রয়েড ফোন ব্য়বহার করে। সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে জোকর ম্য়ালওয়ারের জন্য় কিছু অ্য়াপ সরিয়ে দেওয়া হয়েছিল।
এবার ফের Google Play Store থেকে ২৯ টি অ্য়াপ ডিলিট করে দিল গুগল। এই মোবাইল অ্যাপগুলি (Mobile Apps) স্মার্টফোনে স্টোর করে রাখা আপনার যাবতীয় জরুরি তথ্য় চুরি করে নিতে পারে। সম্প্রতি 'হোয়াইট অ্যাপস স্যাটোরির' নামের একটি থ্রেট ইন্টেলিজেন্স টিম এই বিপজ্জনক অ্যাপগুলিকে খুঁজে পেয়েছে। এর পর Google এর নজরে এই বিষয়টি ধরা দেয়।
গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা এই ম্যালিশিয়াস অ্যাপগুলি বেশিরভাগই ফোটো এডিটিং অ্যাপ (Photo Editing App) ছিল বলে জানিয়েছে গুগল। এবং প্রতিটি অ্যাপে 'blur' ফিচারটি রয়েছে। এই ফিচারটির মাধ্য়মে হ্য়াকাররা মোবাইল ব্য়বহারকারীদের ফোন থেকে তথ্য় চুরি করে বলে জানিয়েছে সাইবার বিশেষজ্ঞরা। এবং এই কারনেই ২৯টি অ্যাপ Play Store থেকে ইতিমধ্যেই মুছে ফেলেছে Google!
টিম অনুযায়ী, এই অ্যাপগুলি অ্য়ান্ড্রয়েড ফোনে আউট অফ কন্টেন্ট অ্য়াড (OCC) চালাছিল। হ্য়াকাররা এই OCC ব্য়বহার করাে যাতে এটি সহজে ধরা না পড়ে। এর পাশাপাশি ফোনে এই অ্যাপগুলি ইনস্টল হওয়ার হয়ে গেলে লঞ্চ আইকনটি অদৃশ্য হয়ে যায় এবং প্লে স্টোরে কোনো ওপেন ফাংশন দেখা যায় না। আর এই কারণে ব্য়বহারকারীরা এই অ্যাপগুলি আনইনস্টল করতে পারেন না।
এই জাতীয় অ্যাপগুলি ব্য়বহারকারীদের ঘন ঘন বিজ্ঞাপন এবং পপ-আপ দেখায় যা কিছুক্ষণের জন্য় সামনে আসে। টিম জানিয়েছে যে এই অ্যাপগুলির প্রত্যেকটি অ্যাকশনে পপ-আপ বিজ্ঞাপন দেখায়। এই অ্যাকশনগুলির মধ্যে রয়েছে ফোন আনলক করা, অ্যাপ ইন্সটল করা, ফোনে চার্জ আর মোবাইল ডেটা থেকে Wifi সুইচ করার মতো অ্যাক্টিভিটি।
গুগল প্লে স্টোর থেকে এই বিপদজনক অ্যাপগুলি সরানো হয়েছে
Auto Picture Cut, Color Call Flash, Square Photo Blur, Square Blur Photo, Magic Call Flash, Easy Blur, Image Blur, Auto Photo Blur, Photo Blur, Photo Blur Master, Super Call Screen, Square Blur Master, Square Blur, Smart Blur Photo, Smart Photo Blur, Super Call Flash, Smart Call Flash, Blur Photo Editor, Blur Image
এই অ্যাপগুলি সম্পর্কে জানা সঙ্গে সঙ্গে গুগল প্লে স্টোর থেকে এই ২৯ টি ম্য়ালিশিয়াস অ্য়াপ সরিয়ে দেওয়া হল। তবে আপনার ফোনেও যদি থাকে এই অ্যাপগুলি তাহলে এক্ষুনি ডিলিট করে ফেলুন।