Google Drive Storage Problem: ড্রাইভে স্টোরেজের সমস্যা? ঝামেলা থেকে মুক্তি পেতে এই 8 জিনিস চেক করুন

Google Drive Storage Problem: ড্রাইভে স্টোরেজের সমস্যা? ঝামেলা থেকে মুক্তি পেতে এই 8 জিনিস চেক করুন
HIGHLIGHTS

Google -এর তরফে 15 GB ফ্রি ক্লাউড স্টোরেজ অফার করে

এর মধ্যে থাকে Gmail, Photos, Docs, Drive, ইত্যাদি

অনেক সময় তাই Google Drive -এ স্টোরেজের সমস্যা দেখা দেয়, সেটা মেটাতে কী করবেন দেখুন

Google -এর তরফে 15 GB ফ্রি ক্লাউড স্টোরেজ দেওয়া হয় সমস্ত Google অ্যাকাউন্টের সঙ্গে। এর মধ্যে আছে Gmail, Photos, Docs, Drive, ইত্যাদির মতো Google এর পরিষেবা। এই 15 GB স্টোরেজের মধ্যে এতগুলো পরিষেবা পাওয়ার কারণে অনেক সময় স্টোরেজ জলদি ফুরিয়ে যায়। 

তাই আপনি যদি কখনও এই স্টোরেজ সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন তাহলে দেখুন সেটা দূর করতে কী করণীয়। 

Google Drive -এর স্টোরেজ মেনটেন করার জন্য এই 8 জিনিসের দিকে খেয়াল দিন। 

Google Drive -এর ব্যবহার

কোন Google পরিষেবা সব থেকে বেশি ডেটা বা স্টোরেজ কনজিউম করছে দেখুন। এটা বোঝার জন্য Google Drive ওয়েবসাইটে যান এবং স্টোরেজ সেকশনে যান তারপর। সেখানে গিয়ে দেখুন কোন পরিষেবা সব থেকে বেশি স্পেস নিচ্ছে। একবার সেটা জানতে পারলে সেই অনুযায়ী পদক্ষেপ নিন। 

Trash থেকে ফাইল ডিলিট করুন

আমরা অনেক সময় ইনবক্স বা সেন্ট আইটেম থেকে মেইল ডিলিট করলেও সেটা ট্র্যাশ ফোল্ডারে থেকে যায়। তাই সেখান থেকেও সেই ফাইল ডিলিট করা প্রয়োজন। 

আরও পড়ুন: 5000mAh Battery Phones: 2023-এ লঞ্চ হওয়া শক্তিশালী ব্যাটারি ফোন খুঁজছেন? দেখুন এই 6 ডিভাইস

Gmail -এর অ্যাটাচমেন্ট

Gmail -এর সঙ্গে আমরা যে অ্যাটাচমেন্ট পাই সেগুলো কিন্তু ড্রাইভের অনেকটা জায়গা অকুপাই করে থাকে। তাই এমন অপ্রয়োজনীয় মেইল বা অ্যাটাচমেন্ট ডিলিট করুন। নইলে সেটা স্পেস অকুপাই করবে। 

এটার জন্য মেইলে গিয়ে 'has: attachment' লিখে সার্চ করুন যে কোন কোন মেইলে অ্যাটাচমেন্ট আছে, তারপর সেই অনুযায়ী দেখে অদরকারি মেইল ডিলিট করুন। 

Google Meet -এর রেকর্ডিং

আমরা অনেক সময় Google Meet -এর কোনও মিটিংয়ের তথ্য রেকর্ড করে রাখি। সেটার প্রয়োজন ফুরালে ডিলিট করুন Drive থেকে। নইলে এই ফসিল অনেক পরিমাণে স্পেস দখল করে রাখে। 

google drive storage problem

Google Photos -এর ব্যাকআপ

ফোনের গ্যালারিতে যা যা আছে সেগুলোর সব যদি Google Photos -এ ব্যাকআপ নেন তাহলে আপনার Drive এর স্টোরেজ শীঘ্র ফুরাতে বাধ্য। তাই কেবল জরুরি ছবি রেখে বাকিটা ডিলিট করে দেবেন। এতে স্পেস বাঁচবে। 

আপলোড করার আগে ফাইল কমপ্রেস করুন

বড় ফাইল আপলোড করলে সেটা অনেক জায়গা দখল করলে Zip বা RAR ফাইল করে পাঠান। এতে স্টোরেজ কম দখল করবে সেই ফাইল। 

আরও পড়ুন: Deal Alert! iQoo এর পাওয়ারফুল 5G ফোনে বাম্পার অফার, 24,999 টাকার ফোন মাত্র 2049 টাকায় কেনার সুযোগ

Google Storage ম্যানেজার ব্যবহার করুন

Drive -এর স্টোরেজ খালি করতে Google -এর স্টোরেজ ম্যানেজার ব্যবহার করুন। এর সাহায্যে আপনি অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে স্পেস খালি করতে পারবেন। 

কোনও বন্ধু বা আত্মীয় বেশি শেয়ার্ড স্টোরেজ ব্যবহার করছেন কিনা দেখুন

যদি আপনি আপনার বাড়ি বা কোনও বন্ধুর সঙ্গে Google Drive -এর স্টোরেজ শেয়ার করেন তাহলে তাহলে বলুন বেশি স্টোরেজ ব্যবহার করে এমন ফাইল না পাঠাতে বা কিছু ফাইল ডিলিট করতে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo