আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের জন্মদিন ভুল যান? এবার গুগল করে দেবে সতর্ক

আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের জন্মদিন ভুল যান? এবার গুগল করে দেবে সতর্ক
HIGHLIGHTS

Google এর কনটেক্ট অপশনে এর ভিতরে 'Add Birthday' নামে একটি ফিচার যোগ করেছে

Google এর এই ফিচারের সাহায্যে, সেভ করা জন্মদিন তারিখে আপনি অলর্ট পেয়ে যাবেন

Google Contacts এর 4.7.26.x ভার্সনে এই ফিচার পাওয়া যাবে

আপনি কি আপনার বন্ধু, আত্মীয় বা সহকর্মীদের জন্মদিন মনে রাখতে পারেন না? আপনারদের মতোই এমন অনেক লোক আছেন, যাদের সাথে এমনটি হয়। আপনার এই সমস্যা দুর করতে Android Phone-এ এমন একটি ফিচার আছে, যার বিষয় আপনি জানেন না।

আজ আমরা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আসা একটি বিশেষ ফিচারের কথা বলতে যাচ্ছি, যার সাহায্যে আপনি আপনার চেনা পরিচিতদের জন্মদিন দ্রুত মনে পরে যাবে।

কী এই ফিচার

আসলে, Google এর কনটেক্ট অপশনে এর ভিতরে 'Add Birthday' নামে একটি ফিচার যোগ করেছে। যেখান থেকে লোকেরা তাদের পরিচিতিদের জন্মদিন মনে রাখতে পারবেন। এর জন্য় আপনাকে Google Contact অপশনে গিয়ে Add Birthday অপশনে ক্লিক করতে হবে এবং আপনার লোকেদের জন্মদিন তারিখ সেভ করতে হবে।

Google

Google এর এই ফিচারের সাহায্যে, সেভ করা জন্মদিন তারিখে আপনি অলর্ট পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি সময়মতো আপনার প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারবেন।

আপনি কী এই ফিচারটি পাবেন?

Google এর ফিচারটি রোলআউট করা শুরু করে দিয়েছে। তবে আপনার ফোনে এখনও এই ফিচারটি এসেছে কিনা তা দেখে নিতে হবে।

Google Contacts এর 4.7.26.x ভার্সনে এই ফিচার পাওয়া যাবে। আপনাকে Google Play store থেকে এই অ্যাপটি আপডেট করতে হবে।

Google

কীভাবে পাবেন এই ফিচার?

আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে Google Contacts সার্চ করতে হবে। আপডেট না থাকলে আপনাকে অ্যাপটি আপডেট করতে হবে।

আপনি App সেকশনে গিয়ে এর ভার্সনের বিষয়ে জানতে পারবেন। এবার আপডেট হয়ে গেলে আপনাকে Google Contact-এ যেতে হবে। এবার হাইলাইট অপশনে ক্লিক করতে হবে। এবার সেকশনে আপনি For You অপশনে Add Birthday দেখা যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo