সম্প্রতি গুগল এই 10 টি অ্যাপ ব্যান করেছে

Updated on 07-Mar-2018
HIGHLIGHTS

গুগল সম্প্রতি 'Sarahah' অ্যাপটি ব্যান করেছে

মাঝে মাঝেই গুগল তাদের প্লে স্টোর থেকে সেই সব অ্যাপ ব্যান করে দেয় যা তাদের নিয়ম আর শর্ত পালন করেনা। আর সম্প্রতি গুগল বেশ কিছু অ্যাপ ব্যান করেছে। স্যামসং কার্নিভালঃ এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

গুগল সম্প্রতি 'Sarahah' অ্যাপটি ব্যান করে দিয়েছে। এই অ্যাপটি কিছু দিন আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আর এছাড়া গুগল প্লে স্টোর থেকে 'Amazon UnderGround', 'CyanogenMod Installer' আর 'Grooveshark' এর মতন অ্যাপও ব্যান করে দিয়েছে।

আর এর সঙ্গে গুগল 'TubeMate' অ্যাপটিও ব্যান করে দিয়েছে, যার মাধ্যমে ইউজার্সরা 'YouTube' থেকে সোজা ভিডিও ডাউনলোড করতে পারতেন।

আর এছাড়া অন্য যে অ্যাপ গুলি গুগল ব্যান করেছে তা হল 'Popcorn Time', 'AdAway', 'Lucky Patcher', 'Grooveshark' আর 'PSX4Droid'।

সোর্সঃ 

Connect On :