গুগল আর্টস অ্যান্ড কালার অ্যাপটি ভারতেও সেলফি ম্যাচিং ফিচার পেল
এই অ্যাপটি এও বলে যে আপনার চেহারা এই আর্ট ওয়ার্কের সঙ্গে কত শতাংশ ম্যাচ করে
গুগল ভারতে তাদের অ্যাপ গুগল আর্টস অ্যান্ড কালার কে সেলফি ম্যাচিং ফিচার দেওয়া শুরু করেছে। এই ফিচারটি কিছু দিন আগে আন্তর্জাতিক ভাবে আনা হয়েছিল। আর কম সময়ের মধ্যেই এই ফিচারটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। Amazon গ্রেট ইন্ডিয়ান সেলের দ্বিতীয় দিনে ইলেকট্রনিক্স গ্যাজেট সহ এই জিনিস গুলি অসাধারন ডিস্কাউন্টের সঙ্গে কিনুন
গুগল আর্টস অ্যান্ড কালার অ্যাপে, আপনার চেহারার সঙ্গে মিল যুক্ত পেটিং আপনাকে দেখাবে যে পেটিং সারা বিশ্ব কোথাউ না কোথাউ থাকবেই। এই অ্যাপটি কম্পিউটার ভিশান টেকনলজির মাধ্যমে ইউজারকে সেলফির দুনিয়ায় কোন না কোন মিউজিয়ামে থাকা ডেটাবেসের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করে।
এই অ্যাপটি সবার আগে মিউজিয়াম আর্টের সঙ্গে নিজেদের সেলফি ম্যাচ করানোর চেষ্টা করবে। এই অ্যাপটি এও বলবে যে এই আর্ট ওয়ার্কের সঙ্গে আপনার চেহারা কত শতাংশ মেলে।
এই ফিচারটি গুগল আর্টস অ্যান্ড কালার অ্যাপের অ্যান্ড্রয়েড আর iOS দুটি ভার্শানেই পাওয়া যাবে। যখন থেকে সেলফি ফিচার এসেছে সেই সময় থেকে 30 মিলিয়ান মানুষ এটি ব্যবহার করেছে।