26 সেপ্টেম্বর থেকে ফেসবুক গ্রুপ স্টোরি ফিচার বন্ধ হবে
16 সেপ্টেম্বর থেকে গ্রুপ স্টোরিজ ফিচার বন্ধ হবে
ইন্ডিভিজুয়াল স্টোরিজ ফিচারের সঙ্গে থাকবে
ফেসবুকে গ্রুপ স্টোরিজ ফিচার বন্ধ করা হবে আর এটি 26 সেপ্টেম্বর থেকে বন্ধ হবে। ফেসবুক জানিয়েছে যে গ্রাহকরা নতুন স্টোরিজ অ্যাড করতে পারবেন না। তবে ব্যাক্তিগত স্টোরি ফিচার থাকবে।
Facebook is killing Stories in Groups!
The feature will be removed from ALL groups on Sept 26
Source: Facebook pic.twitter.com/vfMUf14hyJ
— Matt Navarra (@MattNavarra) 20 September 2019
CNET কে দেওয়া একটি বয়ানে ফেসবুক জানিয়েছে যে এই ফিচার তাড়াতাড়ি গ্রুপ ফিচারে মজার জিনিস দেওয়ার ছিল আর এবার এটি আরও ভাল করার কাজ করা হচ্ছে। আর ফেসবুকে গ্রুপ স্টোরিজ ফিচার আনার পরে সবাই বেশ কয়েক মাস পরে বন্ধ করবে আর তা থেকে জানা গেছে যে এই ফিচার আর বেশি কাজের নয়।
তবে সম্প্রতি ফেসবুক ভারতে স্টোরিজের জন্য ইন্সটাগ্রাম মিউজিক ফিচার নিয়ে এসেছে। আর এই ফিচার 2018 সালে লঞ্চ করা হবে। আর মিউজুক ফিচার গ্রাহকদের মাধ্যমে স্টোরিজে ফটো আর ভিডিওতে গানের লিরিক অ্যাড করতে পারবেন। আর এই লেটেস্ট আপডেট ইন্সটাগ্রামের v110.0.0.16.119 ভার্সানে আছে।
আর এই অ্যাপে স্টিকার সেকশানে নতুন ফিচার অ্যাড করা হবে। আর এতে তিনটি সেকশানে দেওয়া হবে যা পপুলার মোড আর জেনারস যুক্ত। আর এই নাম থেকে বোঝা যাচ্ছে যে পপুলার সেকশানে এই ফিচার সুপার হিট সঙ্গের সঙ্গে দেখা যাবে।