ভারতের গ্রাহকদের জন্য ক্যামস্ক্যানার নতুন ফাংশান অ্যাড করেছে

ভারতের গ্রাহকদের জন্য ক্যামস্ক্যানার নতুন ফাংশান অ্যাড করেছে
HIGHLIGHTS

সারা বিশ্বের জনপ্রিয় অ্যাপ ক্যাম স্ক্যানার একটি নতুন সুট তৈরি করেছে

আর ভারতের জন্য তা সহজ করা হবে

সারা বিশ্বের ছোট ব্যাবসায়ী, কম লাভকারি মানুষ, সরকারি আর ব্যাক্তিগত ভাবে সবার কাছে ডকুমেন্ট স্ক্যানার হিসাবে জনপ্রিয় ক্যাম স্ক্যানার একটি নতুন সুট করেছে। ভারতের জন্য একটি সহজ সিস্টেম বানানো হবে।

এই নতুন সুটে ভারতের গ্রাহকদের এবার 1:1 হিসাবে তাদের দরকারি ডকুমেন্ট ইলেক্ট্রনিক জিনিসে যেমন পরিচয় প্রত্র, লাইসেন ইত্যাদি ব্যাবহার করতে পারবেন। আর এর মাধ্যমে তারা তাদের দরকারি ডকুমেন্ট সহজে রাখতে পারবেন আর এতে সুরক্ষার কথাও বলা হয়েছে। আর এর মাধ্যমে ক্যাম স্ক্যানার মুলত একই রকমের মানে গ্রাহকদের এবার আরও বেশি ভাল ভাবে সাহায্য করা হবে।

নতুন সুবিধার বিষয়ে ক্যাম স্ক্যানারর তরফে বলা হয়েছে যে ক্যাম স্ক্যানার সব দ্ম্যে সবার ডকুমেন্ট ঠিক করে রাখার বিষয়টি দেখে। আর এবার ভারতের বাজারে এই আপডেট এনে তারা ভারতের গ্রাহকদের জন্যও নতুন জিনিস আনছে।

Google Play Store, iOS App Store য়ে ক্যামস্ক্যানার 200 টির বেশি দেশে 370 মিলিয়ানের বেশিবার ডাউনলোড করা হয়েছে। আর এটি 50,000 টির বেশি গ্রাহকরা পয়াবেন,। আর এই ক্যামস্ক্যানার সারা দেশের সব থেকে জনপ্রিয় মোবাইল স্ক্যানিনবগ আর অ্যাপ্লেকশান হিসাবে উঠে এসেছে।

Digit.in
Logo
Digit.in
Logo