ভয়েস আর ভিডিও চ্যাট পরিষেবার ওপর ফোকাস বাড়ানোর চেষ্টা করা হচ্ছে
এরকম মনে করা হচ্ছে যে এই বছর খুব তাড়াতাড়ি ফেসবুক ইউজার্সরা মেসেঞ্চার অ্যাপের সহজ আর ক্লিনার ভার্শান দেখতে পাবেন। 2018 সালে অ্যাপে কি আশা করা হয় এই বিষয়ে বলতে গেলে, মেসেঞ্চার প্রধান ডেবিট মার্ক্স একটি ব্লগ পোস্টে একথা স্বীকার করেছেন যে এই অ্যাপটি একটু মুস্কিলের আর এবার এই পরিষেবা সহজ আর ভাল করা হবে।
আর এছাড়া কোম্পানি এও বলেছে যে এই বছর ভয়েস আর ভিডিও চ্যাটের মতন রিয়লে টাইম কমিউনিকেশান পরিষেবার ক্ষেত্রে ফোকাস বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর সঙ্গে গ্রুপ চ্যাটে ফটো আর ভিডিও শেয়ার করার ব্যবস্থা দ্রুত করার চেষ্টা করা হবে আর লাইভ গ্রুপ চ্যাট শুরু করার পরিকল্পনাও আছে। এছাড়া ইমোজি, GIFs আর অন্যান্য ‘ভিজুয়াল মেসেঞ্জিং’ এর ওপরও কাজ করা হবে।
সম্প্রতি ফেসবুক একথা ঘোষনা করেছে যে তারা তাদের টেক্সট নির্ভর ভার্চুয়াল অ্যাসিস্টেন্স ‘M’, বন্ধ করতে চলেছে। যা AI সিস্টেম সেখার জন্য ব্যবহার করা হত। এই অ্যাসিস্টেন্সটি 2015 সালে লঞ্চ করা হয়েছিল। আর এটি শুধু ক্যালিফোর্নিয়াতে কিছু বাছাই করা লোকেদের কাছেই দেওয়া হয়েছিল। এই পরিষেবা 19 জানুয়ারি বন্ধ হয়ে যাবে।