এবার ফেসবুকে ‘ টু ফ্যাক্টার অথেন্টিকেশান’ য়ের মাধ্যমে এভাবে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন

এবার ফেসবুকে ‘ টু ফ্যাক্টার অথেন্টিকেশান’ য়ের মাধ্যমে এভাবে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন
HIGHLIGHTS

এবার ফেসবুক অ্যাকাউন্টে শুধু পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখার বদলে টু ফ্যাক্টার অথেন্টিকেশান ব্যাবহার করুন।

এর আগেও বেশ কয়েক বার ফেসবুক সুরক্ষা বিষয়ে প্রশ্ন উঠেছে। আর এবার তো ফেসবুকের সুরক্ষা বিষয়ে ফেসবুক নিজেই জানিয়েছে যে সারা বিশ্বে 5 কোটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আর এরপরে ফেসবুকের সুরক্ষা বিষয়ে একটি বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে এই বিষয়ে কোন সন্দেহ নেই।

আর এবার প্রশ্ন এই যে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট কী করে সুরক্ষিত  রাখবেন? আমরা জানি যে সুরক্ষার প্রথম ধাপে আসে পাসওয়ার্ডের কথা। আর কী ধরনের পাসওয়ার্ড রাখা উচিত আর কী ধরনের পাসওয়ার্ড রাখা উচিত না তা আমরা সবাই জানি। আর এও জানি যে মাঝেমাঝেই পাসওয়ার্ড বদলানো দরকার। তবে এসবের সঙ্গে এবার যুক্ত হয়েছে একটি নতুন বিষয়। আর আমাদের এই আর্টিকেলে আমরা আজকে সেই বিষয়েই বলব।

এবার ফেসবুক অ্যাকাউন্টে শুধু পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখার বদলে টু ফ্যাক্টার অথেন্টিকেশান ব্যাবহার করুন।

ভাবছেন এটা কী? আর কী করে ব্যাবহার করা যায়? তবে আসুন তা আমরা একের পর এক স্টেপের মাধ্যমে দেখে নি।

আসলে এবার এটি আপনাদের পাসওয়ার্ডের ওপর একটি নতুন সুরক্ষার চাদর। আর এর মাধ্যমে ফেসবুক হ্যাকারদের হাত থেকেও সুরক্ষিত থাকবে আপনার অ্যাকাউন্ট।

টু ফ্যাক্টার অথেন্টিকেশানের স্টেপ

  • প্রথমে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
  • এবার ডানদিকে ওপরের দিকে ‘সেটিংস’ অপশানটি ক্লিক করুন।
  • আর এবার সেখানে’ সিকিউরিটি আর লগইন’ অপশানটি বাছুন।
  • আর এবার এখানে থাকা ‘চেঞ্জ পাসওয়ার্ড ‘ আর ‘ লহ উইথ ইওর প্রোফাইল পিকচার’ য়ের ঠিক নিচে থাকা ‘টু ফ্যাক্টার অথেন্টিকেশান’ অপশানটি দেখতে পাবেন।
  • এবার এখানে ‘ ইউস টু ফ্যাক্টার অথেন্টিকেশান’ অপশানে ক্লিক করুন।
  • এবার টু ফ্যাক্টার অথেন্টিকেশানের জন্য আপনি রেডি। এবার এখানে টেক্সট মেসেজ সিলেক্ট করুন আর প্রতিবার লগইনের সময়ে আপনার ফোন নাম্বারে ‘OTP’ আসবে, আর সেটি দিয়ে লগইন করুন। আর এর সঙ্গে আপনারা গুগলঅথেন্টিকেশান বা ডুয়ো মোবাইল অ্যাপ থেকে অথেন্টিকেশান করতে পারবেন।

‘টেক্সট মেসজে’ য়ের মাধ্যমে টু ফ্যাক্টার অথেন্টিকেশান

  • প্রথমে টেক্সট মেসেজ অপশানটি সিলেক্ট করুন আর এবার নিজের রেজিস্টার মোবাইল নম্বরটি দিন আর এখানে একটি 6 ডিজিটের ভেরিফিকেশান কোড পাওয়া যাবে।
  • এই কোডটি এন্টার করুন।
  • আর এবার আপনারা টু ফ্যাক্টার অথেন্টিকেশান এনেবেল করে কনফার্ম করুন।

অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টার অথেন্টিকেশান

  • ফোন নাম্বার ফেসবুকে দিতে না চাইলে ফোন ছাড়া অ্যাপের মাধ্যমেও এই অথেন্টিকেশান করা সম্ভব। প্রথমে টেক্সট মেসেজ য়ের বদলে অথেন্টিকেশান অ্যাপ সিলেক্ট করুন।
  • এবার অ্যাপ থেকে ডিসপ্লের ওপরে থাকা QR কোডটি স্ক্যান করুন।
  • আর এবার অ্যাপে একটি কোড দেখা যাবে আর ফেসবুক এই কোড চাইলে তা দিন।
  • আর এভাবে অ্যাপেও আপনার টু ফ্যাক্টার অথেন্টিকেশান চালু হয়ে যাবে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo