Facebook য়ের U TURN মেন অ্যাপ চ্যাট ফিরিয়ে আনতে পারে

Updated on 16-Apr-2019
HIGHLIGHTS

Facebook য়ের CEO মার্ক জুকেরবার্গ এই অ্যাপ ফিরে আসার সঙ্কেত দিয়েছেন

আরও একবার এই অ্যাপে চ্যাট ফিচার আসতে পারে

এখন এই সময়ে চ্যাট বটন মেসেঞ্জারে চলে যায়

ফেসবুক CEO মার্ক জুকের্বার্গ একটি হিন্টে জানিয়েছেন যে পরবর্তী সময়ে নিজেদের চ্যাটের মেন অ্যাপ তারা ফিরিয়ে আনতে পারেন। আপনাদের বলে রাখি যে Engadget য়ের একটি রিপোর্টে এই ফিচারের বিষয়ে জানা গেছে। আর এও জানা গেছে যে এই ফিচারের ওপর এখন কাজ করা হচ্ছে।

আর এখন মানে এই সময়ে চ্যাট বটন নিজে থেকে ফেসবুকের একটি শর্টকার্ট হিসাবে দেখা যাবে আর যা আপনারা মেসেঞ্জারে দেখেন আর এই সময়ে মেসেঞ্জারের প্রায় 1.3 বিলিয়ান ইউজার্স আছে।

আর এখন আপনি যদি মোবাইল ফোন থেকে মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড না করেন তা হলে শর্টকার্টের মাধ্যমে মেসেজ চলে যাবে। আর এই শর্টকার্ট গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরেও আসে।

আপনাদের বলে রাখি যে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ আইকনে এরকমই হবে, কারন একবার অ্যাপ লঞ্চ করা হয়নি করা হবে। আর এই ফেসবুক চ্যাটের জন্যই পরিচিত। মানে এই যে এবার আপনারা মেন অ্যাপেই চ্যাট অপশান পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :