ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারও স্ন্যাপচ্যাটের মতন ফিচার লঞ্চ করেছে.
ইন্সটাগ্রাম, হোইয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারের পরে এবার ফেসবুক নিজেদের নিউজ ফিডের জন্য স্ন্যাপচ্যাটের মতন ফিচার আনতে পারে। এই সময় ফেসবুক স্ন্যাপচ্যাট এর ক্লোন স্টোরি ফিচার পরীক্ষা করছে। যদিও এই ফিচারের লঞ্চিং এবং রোলের ব্যাপারে ফেসবুকের তরফে কোন খবর দেওয়া হয়নি। নেক্সট ওয়েব এর রিপোর্ট অনুসারে ফেসবুক আরও বেশি দেশে নিজেদের উপলব্ধ করার জন্য পরীক্ষা করছে।
আপনারা হয়ত জানেন যে এর আগে হোয়াটসঅ্যাপও স্ন্যাপচ্যাটের মতন স্টোরি ফিচার লঞ্চ করেছে। হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাটের মতন স্টেটাস ফিচার লঞ্চ করেছিল যাতে, 24 ঘণ্টার জন্য স্টোরি আপডেট করা যায়। এতে ইমেজ, ভিডিয়ো GIF এই সবই ব্যবহার করা যায়।
হোয়াটসঅ্যাপের পরে ফেসবুক ম্যাসেঞ্জার স্ন্যাপচ্যাট এর মতন ডে ফিচার লঞ্চ করেছিল যাতে স্ন্যাপচ্যাটের এর অন্তর্গত স্টোরি আপডেট করা যাবে। এই নতুন ফিচার এর সম্পর্কে ফেসবুক এর তরফে কোন খবর দেওয়া হয়নি।