ইন্সট্যান্ট গেমের মাধ্যমে ইউজার্সরা 50টি গেম খেলতে পারবে
Facebook এর ম্যাসেঞ্জিং অ্যাপ মেসেঞ্জার নিজেদের ইন্সট্যান্ট গেম ফিচার লঞ্চ করেছে. এই ফিচারের লঞ্চিং সমস্ত 1.2 বিলিয়ন ইউজার্সদের জন্য করা হয়েছে. এই ফিচারটিকে সবার প্রথমে নভেম্বরে ইউএসেতে লঞ্চ করা হয়েছিল.
ফেসবুক অনুসারে ইন্সট্যান্ট গেমের মাধ্যমে ইউজার্সরা 50টি গেম খেলতে পারবে. তবে এটি ইউজার্সের লোকেশনের ওপর নির্ভর করবে. ফেসবুক এই ফিচারটিকে গ্লোবালি সেল আউট করছে. ফেসবুক মেসেঞ্জিং অ্যাপ সারা পৃথিবীতে 1.2 বিলিয়ন মানুষ ব্যবহার করে.
ফেসবুক তাদের মেসেঞ্জিং অ্যাপে এর আগে রিয়াল টাইম লোকেশন শেয়ারিং ফিচার লঞ্চ করেছিল. এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জার ইউজাররা নিজেদের রিয়াল টাইম লোকেশন অন্য কোন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারে.
এছাড়া কিছুদিন আগে মেসেঞ্জার স্নেক গেমও তাদের অ্যাপে দিয়েছিল. ফেসবুকের অধীনের অন্য একটি অ্যাপ হোয়াটসঅ্যাপেও এর মধ্যে অনেক ধরনের নতুন আপডেট নিয়ে এসেছে.