এই ফিচার ব্যবহার করার জন্য ফেসবুক ইউযার্স গাইডও দিচ্ছে
ফেসবুক তাদের নতুন ভিডিও ফিচার লাইভ 360 স্ট্রিমিং নিয়ে এল. এবার এই ফিচারটি সব ইউযার্সরা ব্যবহার করতে পারবেন, এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনার কাছে কম্পেটেবল 360 ডিগ্রি ক্যামেরা থাকতে হবে. বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার
ফেসবুক এই ফিচারকে স্যামসং গিয়ার 360 লঞ্চ হওয়ার পর সামনে নিয়ে এসছে. এই ফিচারটি লঞ্চ হওয়ার পর ফেসবুক নিজেদের ব্লগপোস্টে এই ডিভাইস গুলির নাম দিয়েছে, যা ফেসবুকের এই ফিচারের সঙ্গে কম্পেটেবল.
ফেসবুকের তরফে বলা হয়েছে যে তারা অন্যান্য কোম্পানির সঙ্গেও কাজ করছে যাতে এই লিস্টে আরও কম্পাটেবেল ক্যামেরা যোগ করা যায়. এই ফিচারটি ব্যবহার করার জন্য ফেসবুক ইউযার্সদের গাইডও নিয়ে এসেছে. গাইডের স্টেপ ফলো করে ইউযার্সরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন.
এই ফিচারটি সবার আগে ডিসেম্বরে সামনে আনা হয়েছিল. এই সার্ভিসটি শুরু করার জন্য ফেসবুক ন্যাশানাল জিওগ্রাফিকের সঙ্গে টাই আপ করেছে. বুধবারের পর থেকে এই ফিচারটি সমস্ত ফেসবুক পেজ আর প্রোফাইলের জন্য পাওয়া যাবে.