Facebook নিয়ে এল গ্রুপ কলিং অ্য়াপ Catch-up, এবার কথা হবে আরও মজেদার

Facebook নিয়ে এল গ্রুপ কলিং অ্য়াপ Catch-up, এবার কথা হবে আরও মজেদার
HIGHLIGHTS

Facebook কলিং অ্য়াপের নাম হল CatchUp

ক্যাচআপ অ্য়াপেটির মাধ্য়মে ৮ জন একই সঙ্গে কলিং করতে পারবে

বর্তমানে এটি আইওএসে ব্যবহার করা যেতে পারে

লকডাউনে বেড়েছে ভিডিও কলিং অ্য়াপের ব্য়বহার। হোয়াটসঅ্যাপ, জুম, গুগল মিট, গুগল ডুওয়ের মতো অনেক ভিডিও কলিং অ্য়াপ ব্য়বহার করছে মানুষে। এর মধ্য়েই ফেসবুক মেসেঞ্জার রুমের পর নতুন কলিং অ্য়াপ নিয়ে এর Facebook।

এই কলিং অ্য়াপের নাম হল 'ক্যাচআপ' (CatchUp)। এই অ্য়াপেটির মাধ্য়মে ৮ জন ব্য়বহারকারী একই সঙ্গে কলিং করতে পারবে। এই অ্যাপটি তৈরি করেছে ফেসবুকের এনপিই টিম।

মেসেঞ্জার রুমের (Messenger Room) মতোই এই অ্য়াপ দিয়ে গ্রুপ কল করা যাবে। আপাতত যুক্তরাষ্ট্র্য়ে এই অ্য়াপটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এই অ্য়াপটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি ডিভাইসে ব্য়বহার করা যাবে।

অ্য়াপটির বিশেষত্ব হচ্ছে, ভিডিও কল করার আগে এটি আপনাকে জানাবে যে অন্য়ান্য় ব্য়বহারকারী ভিডিও কলের জন্য় কখন উপলব্ধ থাকে বা আছে কি না। এই অ্য়াপটি ব্য়বহার করার জন্য় ফেসবুক অ্যাকাউন্ট থাকা দরকার নেই। অর্থাৎ, যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, তারাও এটি ব্য়বহার করতে সক্ষম হবেন। বর্তমানে এটি আইওএসে ব্যবহার করা যেতে পারে।

এই ভাবে করতে পারবেন ভিডিও কলিং

১- এই অ্য়াপটির মাধ্য়মে ভিডিও কল করার জন্য় ব্য়বহারকারীদের প্রথমে অ্যাপটি খুলতে হবে।

২- এবার ক্রিয়েট কল অপশনে গিয়ে এমন ব্য়ক্তিদের সিলেক্ট করুন, যাদের আপনি ভিডিও কল করতে চান।

৩- এখন আপনি ক্রিয়েট কল-এ ক্লিক করে ভিডিও কল করতে পারেন।

৪- এই অ্য়াপের মাধ্য়মে আপনি কল মার্জ ও করতে পারেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo