এবার ফেসবুক মেসেঞ্জারেও করতে পারবেন গ্রুপ ভিডিও চ্যাট

এবার ফেসবুক মেসেঞ্জারেও করতে পারবেন গ্রুপ ভিডিও চ্যাট
HIGHLIGHTS

আপডেট অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারীরা এই সুবিধা পেতে চলেছেন৷ পাশাপাশি এর ওয়েব ভার্সানও ব্যবহার করা যেতে পারে৷

ফেসবুক নিজের চ্যাটিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বজায় রাখতে কিছু না কিছু নতুন পদক্ষেপ নিয়ে থাকে এই সোশ্যাল সাইট৷ সম্প্রতি ফেসবুক মেসেঞ্জার আপডেট করে তাতে নতুন ফিচার যোগ করেছে ফেসবুক৷ এর জেরে মেসেঞ্জারের মাধ্যমে গ্রুপ ভিডিও চ্যাট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা৷

আপডেট অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারীরা এই সুবিধা পেতে চলেছেন৷ পাশাপাশি এর ওয়েব ভার্সানও ব্যবহার করা যেতে পারে৷ এর আগে ব্যবহারকারীদের জন্য ৩ডি মার্ক্স ও স্পেশ্যাল এফেক্টস পেশ করেছিল ফেসবুক৷

আরও দেখুন : 3GB র্যাম এর সঙ্গে জানুয়ারিতে চালু হবে HTC X10 স্মার্টফোন

ভিডিও চ্যাটের জন্য কয়েকটি ম্যানুয়েল রয়েছেন৷ যেমন এক সঙ্গে ৬ জন গ্রুপ ট্যাট করতে পারবেন৷ তবে এর কানেক্ট লিস্টে আপনি ৫০ জনকে অ্যাড করতে পারবেন৷ ফেসবুক একটি ব্লগে নতুন এই ফিচার সম্বন্ধে জানিয়েছে৷

ফেসবুকের তরফে জানানো হয়েছে, যেই আপনি ৬ জনের বেশি লোকের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন একটি স্পিকারের সিম্বল দেখা যাবে৷ এর মানে আপনি আর কাউকে অ্যাড করতে পারবেন না৷ আফনি ছ’জনের বেশি লোককে অ্যাড করলে তারা কেবল আপনার কথা শুনতে পারবে৷ ভিডিও চ্যাট করা সম্ভব নয়৷

এর জন্য গুগল প্লে স্টোর থেকে মেসেঞ্জার আপডেট করতে হবে  বা ডাউন লোড করতে হবে৷ এরপর খুব সহজেই বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন আপনি৷

আরও দেখুন : এয়ারটেল নিয়ে এল আনলিমিটেড ফ্রি লোকাল ও STD কল, সঙ্গে 3GB ডেটা

আরও দেখুন : অ্যামাজন ক্রিস্টমাস বোনানজা, মোটো G4, মোটো G4 প্লাস এবং মোটো G4 প্লে স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 2,000 টাকার ছাড়

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo