ফেসবুকে ‘কনটেন্ট পলিসি’ নিয়ে একাধিক পরিবর্তন করা হয়েছে
লিঙ্গ পরিবর্তন বা রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে উসকানিমূলক সমস্ত পোস্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল ফেসবুক ও ইনস্টাগ্রাম
এই ধরনের কোনও পোস্ট, মতামত বা খবর শেয়ার করলে সেই ইউজারের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে
Facebook এবং Instagram ব্য়বহার করেন? সোশ্য়াল মিডিয়ায়ে নানা রকমের পোস্ট করেন হবে! তবে সাবধান, সম্প্রতি ফেসবুকে ‘কনটেন্ট পলিসি’ নিয়ে একাধিক পরিবর্তন করা হয়েছে। এ বার লিঙ্গ পরিবর্তন বা রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে উসকানিমূলক সমস্ত পোস্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল ফেসবুক ও ইনস্টাগ্রাম।
কোম্পানি জানিয়েছে যে, এই ধরনের কোনও পোস্ট, মতামত বা খবর শেয়ার করলে সেই ইউজারের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে। কোম্পানি তাদের কন্টেন্ট পলিসি তে এই ধরনের পোস্ট বা শেয়ার পোস্ট বা খবর নিষিদ্ধ করেছে।
সম্প্রতি ইনস্টাগ্রাম তাদের ব্য়বহারকারীদের জন্য় একটি শর্ট ভিডিও অ্য়াপ প্রকাশিত করে। Instagram Reels নামে এই ফিচারটি TikTok এক মতোই কাজ করে। Instagram Reels এই ফিচারটি সবার আগে ব্রাজিলে পরীক্ষা করা হয়। সম্প্রতি এই ফিচারটি ফ্রান্স এবং জার্মানিতেও লঞ্চ করা হয়েছে।