জুম-কে আউট করতে ফেসবুক নিয়ে এল নতুন প্ল্য়াটফর্ম মেসেঞ্জার রুম, একসঙ্গে হবে ৫০ জনের ভিডিও কল

জুম-কে আউট করতে ফেসবুক নিয়ে এল নতুন প্ল্য়াটফর্ম মেসেঞ্জার রুম, একসঙ্গে হবে ৫০ জনের ভিডিও কল
HIGHLIGHTS

ফেসবুক মেসেঞ্জার অ্য়াপ নিয়ে এল এক নতুন ফিচার যার নাম মেসেঞ্জার রুম

অ্য়াপের মাধ্য়মে একসঙ্গে ৫০ জন ভিডিও কলে অংশগ্রহন করতে পারবেন

৫০ জন সীমাহীন সময়ে এক সঙ্গে ভিডিও কলিং করতে পারবে মেসেঞ্জার রুম-এ

কোরোনাভাইরাসের কারনে গোটো বিশ্ব আজ ঘরবন্দী। তাই ঘরে বসে অনলাইনে অফিসের কাজটি করতে হচ্ছে। এই কাজ আরো সহজ করতে ফেসবুক (Facebook) নিয়ে এল একটি নতুন ফিচার। ফেসবুকে যুক্ত হল নতুন ফিচার।

ভিডিও কনফারেন্সিং- এর জন্য় ফেসবুক মেসেঞ্জার অ্য়াপ নিয়ে এল এক নতুন ফিচার যার নাম মেসেঞ্জার রুম। এই অ্য়াপের মাধ্য়মে একসঙ্গে ৫০ জন ভিডিও কলে অংশগ্রহন করতে পারবেন। তবে জুমের ফাঁকফোকর ঠেকাতে বেশ কিছু ব্য়বস্থা নিয়েছে Facebook।

এছাড়া, যেখানে জুম অ্য়াপ সর্বোচ্চ ৪০ মিনিটের ভিডিও কলিং করতে দেয়। সেখানে ৫০ জন সীমাহীন সময়ে এক সঙ্গে ভিডিও কলিং করতে পারবে মেসেঞ্জার রুম-এ।

কি ভাবে করবেন ব্য়বহার :

মেসেঞ্জার রুমগুলি ব্য়বহার করার জন্য় কোনও ফেসবুক অ্য়াকাউন্ট থাকার দরকার নেই। একজন কেবল আমন্ত্রিত লিঙ্কের মাধ্য়মে মেসেঞ্জার রুমে ভিডিও কলিংয়ে যোগ দিতে পারবেন। মেসেঞ্জার রুম-এও জুমের মতো ফিচার রয়েছে। মেসেঞ্জার রুম-এ থাকবে অনেক ভার্চুয়াল রিয়েলিটি এফেক্ট।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo