ফেসবুক আর এয়ারটেল ভারতে শুরু করল ওয়াই-ফাই পরিষেবা, এর সুবিধা জানুন..

Updated on 05-May-2017
HIGHLIGHTS

এই সার্ভিসের মাধ্যমে Facebook সারা দেশে 20,000 ইন্টারনেট হটস্পট তৈরি করবে

সোশাল মিডিয়া সম্রাট Facebook ভারতে এক্সপ্রেস ওয়াই –ফাই পরিষেবা লঞ্চ করার জন্য ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি Airtel এ সঙ্গে চুক্তি করেছে.

এই সার্ভিসের মাধ্যমে Facebook সারা দেশে 20,000 ইন্টারনেট হটস্পট তৈরি করবে. এই হটস্পটকে আগামী কয়েক মাসের মধ্যে ইনস্টল করা হবে. এই সার্ভিস ব্যবহার করার জন্য ইউজার্সদের টাকা দিতে হবে.

আরো দেখুন: Nokia 6 সিলভার কালার ভেরিয়ান্টে 4GB র্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে অনলাইনে দেখা গেল

ভারতের জনসংখ্যা 1.3 বিলিয়ন কিন্তু ট্রাই অনুসারে মাত্র 390 মিলিয়ান জনসংখ্যার মানুষ ইন্টারনেট ব্যবহার করে. ফেসবুকের এশিয়া প্যাসিফিকের কানেক্টিভিটি সলিউশন হেড মনিষ শেঠ বলেছেন যে এই সার্ভিসে ভারতীয় এন্টারপ্রেনারদের সুবিধা হবে যারা কম দামে  বেশি স্পিডের ইন্টারনেট পরিষেবা চায়.

এই সার্ভিসের ব্যবহার করার জন্য Express Wi-Fi retailer এর সঙ্গে সাইন আপ করতে হবে. এছাড়া আপনি ডেলি, উইকলি আর মান্থলি প্যাক নিতে পারবেন. এরপরে য়বচারে রেজিস্ট্রেশন আর লগইন করতে হবে.

আরো দেখুন: Samsung Galaxy J5 2017 পেল FCC সার্টিফিকেশন

আরো দেখুন: Sony Xperia XZ Premium গ্রিক বেঞ্চ ওয়েবসাইটে দেখা গেছে

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :