Twitter কিনলেন Elon Musk, আর তারপর? কোন পদক্ষেপ নিলেন জানেন?

Updated on 28-Oct-2022
HIGHLIGHTS

টুইটার কিনলেন Elon Musk

মালিকানা মিলতেই ছেঁটে ফেললেন পরাগ আগরওয়ালকে

ছাঁটাই করলেন টুইটারের একাধিক বড় কর্তাকে

Twitter এর মালিকানা পেলেন Elon Musk। আর তারপরই নিলেন সেই সিদ্ধান্ত যা এতদিন সকলে আশঙ্কা করছিলেন। টুইটারের সিইও পরাগ আগারওয়ালকে (Parag Agarwal) ছেঁটে ফেললেন এলন মাস্ক। একই সঙ্গে ছেঁটে ফেললেন একাধিক বড় কর্তাকে। শুক্রবার অর্থাৎ 28 অক্টোবর টুইটারের মালিকানা পাওয়ার কথা ছিল টেসলার কর্ণধার এলন মাস্ক এর। 

এলন মাস্ক কাদের বরখাস্ত করল?

মালিকানা পাওয়ার সঙ্গে সঙ্গেই টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে ছাঁটাই করা হয়েছে। এমনটা জানিয়েছে রয়টার্স। একই সঙ্গে ছেঁটে ফেলা হয়েছে এই সংস্থার মূল অর্থনৈতিক অফিসার নেদ সেগালকে। বাদ যাননি নীতি এবং ট্রাস্টের প্রধান বিজয় গাড্ডে। মূলত বড় কর্তাদের ছাঁটাই করেছে টুইটার। 

কেন এমন সিদ্ধান্ত এলন মাস্ক এর?

সকলেই জানত যখনই এলন মাস্ক টুইটার কিনবেন তখনই পরাগ আগরওয়ালকে তাড়ানো হবে। এটা কেবল সময়ের অপেক্ষা ছিল। টুইটারেই এলন মাস্ক টুইটারের সিইওর বিরুদ্ধে সরব হয়েছেন। বোর্ডের সঙ্গে কথা হলেও রাখতে চাননি পরাগকে। মাইক্রো ব্লগিং সাইটে এলনের বক্তব্য থেকে এটা স্পষ্ট ছিল। আর সেটাই তিনি করলেন মালিকানা পাওয়ার পর।

Connect On :