এবার কোনও ফিচার আপডেট বা দুর্দান্ত কোনও খবর নয়। বরং সম্পূর্ণ আলাদা একটা কারণে খবরের শিরোনামে উঠে এল WhatsApp। হ্যাঁ, এই জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপকে কাজে লাগিয়ে প্রতারণা চক্র ফেঁদে বসেছে একদল প্রতারক। এই প্ল্যাটফর্ম যেমন অনেক সাধারণ মানুষ ব্যবহার করে থাকেন, তেমনই বহু প্রতারক এটিকে মানুষ ঠকানোর জন্য ব্যবহার করে থাকেন।
এর আগেও প্রতারকরা WhatsApp -কে কাজে লাগিয়ে মানুষকে ঠকিয়ে তাঁদের টাকা হাতিয়েছে। এখন আবার নতুন করে একটি প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে এখানে। WhatsApp -এ 2 মিলিয়নের বেশি অ্যাক্টিভ ব্যবহারকারী আছে, আর এঁদের মধ্যে থেকেই কিছু মানুষ এই প্রতারকদের ফাঁদে পড়ছেন।
অনেকেই টুইটারে জানিয়েছেন যে তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক নম্বর থেকে WhatsApp -এ কল পাচ্ছেন। মালেশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়া, ইত্যাদির মতো দেশ থেকে এই কলগুলো আসছে বলেই অনেকে দাবি করেছেন কারণ ফোন নম্বরগুলোর ISD কোড তেমনটাই বোঝাচ্ছে।
যদিও কেন এই ফোনগুলো আসছে ব্যবহারকারীদের কাছে সেটা জানা যায়নি। তবে কলগুলো ঘনঘন আসছে বলেই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। প্রায় প্রতিদিনই অনেকে 2-4 বার করে এই ধরনের ফোন পাচ্ছেন।
ভয় পাবেন না। কোনও অচেনা নম্বর থেকে কল এলে WhatsApp এ সেটা ধরবেন না। বরং পড়ে সেটাকে ব্লক করে দিন।
এমনকি এই নম্বর থেকে কোনও মেসেজ করলে বা লিংক পাঠালে তাতেও ক্লিক করবেন না। এতে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার থাকতে পারে যা আপনার ফোনে থাকা তথ্য হাতিয়ে নিতে পারে।
এমনকি এই ফাঁদে পড়লে আপনার কষ্ট করে অর্জন করা টাকাও খোয়াতে হতে পারে। তাই এসবে না জড়িয়ে সেটাকে সোজা ব্লক করে দিন। শুধু তাই নয়, WhatsApp -এ চাকরির প্রলোভন দেওয়া কোনও মেসেজ পেলে সেটাকেও ব্লক করুন।
Meta অধীনস্থ এই সংস্থার তরফে জানানো হয়েছে যে ব্যবহারকারীরা যেন স্রেফ এই নম্বরগুলো রিপোর্ট করে ব্লক করে দেন। WhatsApp- এর তরফে ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলা হয়েছে যে যদি কোনও ব্যবহারকারীর কোনও আন্তর্জাতিক নম্বর থেকে কল পান তাহলে তাঁরা যেন অবিলম্বে সেটাকে ব্লক করে দেন।
WhatsApp -এর তরফে জানানো হয়েছে তাঁরা ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে মার্চ মাসে প্রায় 4.7 মিলিয়ন অ্যাকাউন্ট ব্যান করেছে। আগামীতেও প্রয়োজন হলে করবে। কারণ তাঁরা ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে তৎপর।
এটার জন্য আপনাকে সবার আগে WhatsApp -এ যেতে হবে।
এবার মোর অপশনে যান, সেখানে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করুন।
এবার প্রাইভেসি অপশনে গিয়ে ব্লকড কনট্যাক্ট অপশনে যান।
এবার অ্যাড বাটন ক্লিক করুন।
এবার যে নম্বর ব্লক করতে চান সেটাকে ক্লিক করে দিন।