Google এবার আরও কঠোর হচ্ছে অনলাইন প্রতারণা ঠেকাতে। Play Store- এর নির্দেশিকা নতুন করে আর কঠিন ভাবে তৈরি করল গুগল। এটার মূল কারণ হল Google -কে আরও বেশি সুরক্ষিত করে তোলা। এছাড়াও এই সার্চ ইঞ্জিনের তরফে সমস্ত ডেভেলপারদের অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন সম্পর্কে জানানো। এখন থেকে Play Store -এ যে অ্যাপগুলো তালিকা ভুক্ত করা হবে সেগুলোকে কমসে কম অ্যান্ড্রয়েড 12 বা তার থেকে উন্নতমানের সফটওয়্যার আপডেটগুলিকে লক্ষ্য করতে হবে। ফলে Google এর তরফে এমন সমস্ত অ্যাপকে ব্লক করে দেওয়া হবে যা পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনগুলোকে লক্ষ্য করে বানানো।
জানা গিয়েছে Google -এর তরফে অ্যান্ড্রয়েড 11 সহ তার আগের অ্যান্ড্রয়েড সাপোর্ট যুক্ত সমস্ত অ্যাপকে ব্লক করে দিতে চলেছে। এমনটাই জানিয়েছে 9-5 Google -এর রিপোর্ট। কিন্তু কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে যাতে ম্যালওয়্যারের বাড়বাড়ন্ত কমানো যায়, অ্যাপের সঙ্গে যাতে ম্যালওয়্যার না থাকে সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। একই সঙ্গে এই রিপোর্টে জানানো হয়েছে Google- এর পোস্ট করা কোড পরিবর্তনের কথা। জানা গিয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং Google অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের প্রয়োজনীয়তাকে আরও শক্তপোক্ত করা হবে। ফলে বুঝতেই পারছেন ব্যবহারকারীদের এবার কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে। ফলে অ্যান্ড্রয়েড 14 চলে এলে সেটা ব্যবহারকারীদের কোনও নির্দিষ্ট APK ফাইল ডাউনলোড করার অনুমতি দেবে না একই সঙ্গে অন্যান্য জায়গা থেকেও অ্যাপ ডাউনলোড করতে চাইলে আটকাবে।
একাহিক ডেভেলপারের তরফে জানানো হয়েছে যে অ্যান্ড্রয়েড -এর যে পুরনো ভার্সনগুলো আছে সেগুলোকে ম্যালওয়্যার টার্গেট করে থাকে যাতে তাদের নতুন অ্যাপে থাকা সুরক্ষা স্তরের মধ্যে দিয়ে না যেতে হয়। আর এই কারণেই Google- এর তরফে এই অ্যাপগুলো ব্লক করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
জানা গিয়েছে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনযুক্ত অ্যাপগুলোকে সবার আগে ব্লক করবে অ্যান্ড্রয়েড 14। যদিও অ্যান্ড্রয়েড 6.0 বাড়ানোর কথা ভাবছে গুগল। কিন্তু এখন এই বিষয়টা পুরোপুরি যাঁরা ডিভাইস তৈরি করেন তাঁদের উপর নির্ভর করবে।